আমাদের কথা খুঁজে নিন

   

স্বতন্ত্র এমপিদের নিয়ে হাজি সেলিমের জোট

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মো. সেলিমের নেতৃত্বে গঠিত এই জোটের সদস্য সচিব হয়েছেন কুমিল্লা-৪ আসনের রাজী মোহাম্মদ ফখরুল।

বিএনপিবিহীন ৫ জানুয়ারির নির্বাচনে মোট ১৬ জন স্বতন্ত্র প্রার্থী জয়ী হন, যা মোট (৩০০) আসনের ৫ শতাংশেরও বেশি। এদের প্রায় সবাই আওয়ামী লীগের নেতা। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নামেন তারা।

সংরক্ষিত ৫০টি মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচনের আগে বৃহস্পতিবার এই স্বতন্ত্র সদস্যরা সংসদ ভবনে বৈঠক করে জোট গঠন করেন।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাজি মো. সেলিমকে সভাপতি এবং রাজী মোহাম্মদ ফখরুলকে সদস্য সচিব করে স্বতন্ত্র সদস্যদের এই গ্রুপ গঠন করা হয়েছে।

হাজি সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সবার সম্মতিতে এই জোট গঠন করা হয়েছে। নেক্সট  ওয়ার্কিং ডে’তে এ জোটের বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হবে। ”

স্বতন্ত্র সদস্যদের বৈঠকে ১২ জন সাংসদ উপস্থিত ছিলেন। বাকিরা টেলিফোনে তাদের সম্মতির কথা জানিয়েছেন বলে হাজি সেলিম জানান।

সংরক্ষিত মহিলা আসন নির্বাচনে অংশ নেয়া দলগুলোর আসন সংখ্যা অনুযায়ী বণ্ট্তি হয়। এবার স্বতন্ত্র প্রার্থীরা ৫ শতাংশের বেশি আসনে বিজয়ী হওয়ায় তারা নারী সাংসদ মনোনয়নের সুযোগ পেতে যাচ্ছেন।

জোটবদ্ধ স্বতন্ত্র সংসদ সদস্যরাও সংখ্যানুপাতিক পদ্ধতি অনুসরণ করে তাদের নারী আসন দেয়ার দাবি করেছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাজি সেলিম বলেন, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নির্বাচনের জন্য স্বতন্ত্রদের জোটের পক্ষ থেকে একটি তালিকা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.