আমাদের কথা খুঁজে নিন

   

মমতার বার্ষিক মূল্যায়নে উত্তীর্ণ মাত্র ৫

পরীক্ষা কেন্দ্র টাউন হল। পরীক্ষক মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো গতকাল শুক্রবার। এতে যারা পাশ করলেন তারা পেলেন পুরস্কার। আর যারা অকৃতকার্য হলেন না তারা পেলেন তিরস্কার।

কৃতকার্যের তালিকায় আছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব, কৃষিমন্ত্রী মলয় ঘটক, ক্ষুদ্র-কুটির শিল্প ও বস্ত্রমন্ত্রী স্বপন দেবনাথ। মুখ্যমন্ত্রী মমতা বেশ খুশি এদের কাজে।

টাউন হলের প্রশাসনিক বৈঠকেরই চিত্র এটি। কাজের খতিয়ান বিচার করে এদিন রাজ্যের সকল মন্ত্রী, সচিব ও জেলা প্রশাসকদের নিয়ে বৈঠকে বসেন মমতা। উল্লিখিতদের কাজের অগ্রগতিতে আশা প্রকাশ করেন তিনি।

তবে মমতা অখুশি হলেন পৌর-নগরোয়ন্নন দফতরের কাজে। ফিরহাদ হাকিমের কাজে বিশেষ খুশি না হওয়ায় তাকে টেনেটুনে পাশ নম্বর দিয়েছেন তিনি। এই তালিকায় নাম রয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিং, সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, পরিবেশ মন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার এবং যুব কল্যাণমন্ত্রী অরূপ রায়ের ৷ তাদের উন্নতির সম্ভাবনা রয়েছে বলে তাদেরকে ফেলের ঘরে ফেলেননি। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর কাজের খতিয়ানের বিচারে ডাহা ফেল করলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মঞ্জুলকৃষ্ণ ঠাকুর।

এদিন মমতা বলেন, কাজের আলোচনা সমালোচনার মাধ্যমেই রাজ্যে কাজের গতি ফিরবে।

তিনি প্রতি ছ'মাস অন্তর প্রশাসনিক বৈঠকের মধ্য দিয়ে কাজের পর্যালোচনা করা হলে মন্ত্রীদের কাজের উৎসাহ বাড়বে বলে মনে করেন তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।