আমাদের কথা খুঁজে নিন

   

কুয়াশায় ফেরি পারাপার বিঘ্নিত

বিরোধী দলের অবরোধের মধ্যে ঘাটে যাত্রীবাহী বাস খুব একটা না থাকলেও পণ্যবোঝাই বেশ কিছু ট্রাক আটকা পড়েছে। 
কাওড়াকান্দি ঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার সহকারী ব্যবস্থাপক এম এ বাতেন জানান, পদ্মায় ঘন কুয়াশার কারণে শনিবার রাত ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এক দফা ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এরপর আবারো কুয়াশা ঘন হয়ে এলে রোববার সকাল ৮টা থেকে পারাপার বন্ধ হয়ে যায়।
ঘাটে দূরপাল্লার যাত্রীবাহী কোনো বাস না থাকলেও পারাপার বন্ধ থাকায় বিভিন্ন ছোট যানবাহন এবং পণ্যবাহী ট্রাক ঘাটে আটকা পড়েছে বলে জানান তিনি।
কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথেও রোববার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত দুই ঘণ্টা পারাপার বন্ধ থাকে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার গভীর রাত থেকেই কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসছিল। এক পর্যায়ে কুয়াশার মাত্রা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে পারাপার বন্ধ করে দেয়া হয়।
এ সময় পাটুরিয়ায় সাতটি এবং দৌলতদিয়া প্রান্তে পাঁচটি ফেরি যানবাহন নিয়ে নোঙ্গর করে থাকে।
কুয়াশা কমে এলে সকাল ৯টার দিকে আবার ফেরি পারাপার শুরু হয বলে মহিউদ্দিন রাসের জানান। 

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।