আমাদের কথা খুঁজে নিন

   

থাইল্যান্ডে সরকার-বিরোধীদের বড় ধরনের বিক্ষোভ

থাইল্যান্ডে হাজার হাজার সরকার-বিরোধী বিক্ষোভকারী প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পতনের দাবিতে বড় ধরনের বিক্ষোভে নেমেছে।

আজ রবিবারের এ গণবিক্ষোভে বিক্ষোভকারীরা 'ইংলাক নিপাত যাক' স্লোগান দিয়ে বাঁশী বাজিয়ে ব্যাংককের চারপাশের এলাকাগুলোতে জড়ো হয় এবং অন্তত ৪ টি জায়গায় মঞ্চ স্থাপন করে। এতে কয়েকটি জায়গায় বন্ধ হয়ে যায় যানচলাচল।

ইংলাকের বাসভবন ঘেরাও করে তার পদত্যাগ দাবি করে বিপুল সংখ্যক বিক্ষোভকারীরা। বর্তমানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ইংলাক এ মুহূর্তে ব্যাংককে নেই।

তিনি উত্তর-পূর্বাঞ্চলে তার দলীয় শিবির পরিদর্শনে রয়েছেন।

বিক্ষোভকারীদের নেতা সুদেপ থাগসুবান বলেছেন, রোববারের এ বিক্ষোভ ইংলাক ও তার সরকারের ওপর চাপ বাড়াবে বলেই তিনি মনে করেন। বিক্ষোভে আরো লোকসমাগম হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সরকার-বিরোধীদের কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী ইংলাক এ মাসের শুরুর দিকে সঙ্কট নিরসনে আগাম নির্বাচন ডেকেছেন। এ নির্বাচনের তারিখও ঘোষণা করা হয় আগামী ২ ফেব্রুয়ারি।

কিন্তু প্রধান বিরোধীদল ডেমোক্র্যাট পার্টি এ নির্বাচন বয়কট করবে বলে জানা গেছে। বিক্ষোভকারীদের নেতা থাগসুবান নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি গণপরিষদ চাইছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.