আমাদের কথা খুঁজে নিন

   

থাইল্যান্ডে 'অপারেশন ভ্যালেন্টাইন'

থাইল্যান্ডে বিক্ষোভকারীদের দখলে থাকা সরকারি সদর দফতর ও বিভিন্ন স্থান পুনরুদ্ধারে জন্য দেশটির পুলিশ অভিযান শুরু করেছে। আর এ অভিযানের নাম দিয়েছে 'অপারেশন ভ্যালেন্টাইন'। অভিযানের জন্য গতকাল ব্যাংককে হাজার হাজার দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।

থাইল্যান্ডের জাতীয় নিরাপত্তা পরিষদ প্রধান প্যারাদর্ন পাত্তানাতাবুত বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা বিক্ষোভকারীদের দখলে রাখা সব স্থান পুনরুদ্ধার করব। এক্ষেত্রে আমরা প্রয়োজনে বিক্ষোভের নেতাদের গ্রেফতার করতে পারি।

তিনি আরও বলেন, অভিযানের অংশ হিসেবে প্রথমে সরকারি কর্মকর্তারা বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার চেষ্টা চালাবেন। এ অভিযানে বাণিজ্যিক কেন্দ্রের প্রধান সংযোগ স্থলের পরিবর্তে সরকারি এলাকার ওপর বেশি জোর দেওয়া হবে।

অন্যদিকে সরকারবিরোধী নতুন করে দুই দিনের বড় ধরনের যে বিক্ষোভের ডাক দিয়েছিল তা গতকাল থেকে শুরু হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার দফতরের কাছের একটি সমাবেশ স্থল থেকে বিক্ষোভকারীদের উচ্ছেদ করার পরিকল্পনা করছে। ঘটনাস্থল থেকে এএফপির প্রতিবেদক জানান, দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের বিভিন্ন তাঁবু সরিয়ে নেয় এবং অভিযানে বাধা না দিতে মাইকে বিক্ষোভকারীদের হুঁশিয়ার করে দিয়েছে।

তবে এখনো পর্যন্ত সংঘর্ষের কোনো খবর পাওয়া যায়নি। এএফপি।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.