আমাদের কথা খুঁজে নিন

   

থাইল্যান্ডে সরকার পতনের ডাক

থাইল্যান্ডে সরকার পতনের ডাক দিয়ে আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনকারীরা গতকাল দেশটির রাজধানীতে অবস্থিত অর্থ মন্ত্রণালয় ভবন এলাকায় অবস্থান নিয়েছে। গত মাস থেকে সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর এবারই প্রথমবারের মতো অর্থ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে প্রবেশ করল বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা বলছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন শিনাওয়াত্রার প্রভাব রয়েছে বর্তমান সরকারের ওপর। সরকারের পতন ঘটানোর মাধ্যমে সেই প্রভাবের সমাপ্তি টানতে চায় তারা।

শত শত বিক্ষোভকারী অর্থ মন্ত্রণালয় চত্বরে প্রবেশ করে। অনেকে অর্থ মন্ত্রণালয় ভবনের বারান্দায়ও অবস্থান নেয়। অর্থ মন্ত্রণালয় ভবন চত্বরে বাজেট ব্যুরো অফিসও অবস্থিত। ব্যাংককের ১৩টি স্থান থেকে বিক্ষোভকারীরা এসে মন্ত্রণালয় এলাকায় অবস্থান নেয়। মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ শুরু হওয়ার কিছুক্ষণ পর অর্থ মন্ত্রণালয় ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

আলজাজিরা, এএফপি।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.