আমাদের কথা খুঁজে নিন

   

থাইল্যান্ডে সিদ্দিকুরের বাজে সূচনা

ব্ল্যাক মাউন্টেইন গলফ ক্লাবে প্রথম রাউন্ডের খেলা ‘বোগি’ (পারের চেয়ে এক শট বেশি খেলা) দিয়ে শুরু করেন বাংলাদেশের প্রথম পেশাদার গলফার সিদ্দিকুর। ৮ নম্বর হোলে আরো একটি বোগি করেন তিনি। তবে এরপর তিনটি ‘বার্ডি’ (পারের চেয়ে এক শট কম খেলা) করে সে ধাক্কা কিছুটা কাটিয়েও ওঠেন।

১০ লাখ মার্কিন ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টের প্রথম রাউন্ড শেষে পারের চেয়ে ৭ শট কম খেলে যৌথভাবে শীর্ষে আছেন থাইল্যান্ডের প্রম মিসওয়াত ও সুইডেনের রিচার্ড কার্লবার্গ।

এশিয়ান ট্যুরের মৌসুমের শেষ টুর্নামেন্টটিতে ভালো করার লক্ষ্য নিয়ে থাইল্যান্ড গেছেন গত নভেম্বরে দিল্লিতে হিরো ইন্ডিয়ান ওপেনের শিরোপা জেতা সিদ্দিকুর।

এখানে ভালো খেললে সিদ্দিকুরের আরেকটি লক্ষ্য ইউরেশিয়া কাপে অংশগ্রহণও নিশ্চিত হবে। এশিয়ান ট্যুর অর্ডার অব মেরিটে এশিয়ার প্রথম চার গলফার ইউরোপ ও এশিয়ার যৌথ আয়োজনের এই প্রতিযোগিতায় সরাসরি অংশ নেয়ার সুযোগ পাবেন। বর্তমানে এই তালিকায় সিদ্দিকুরের অবস্থান তৃতীয়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.