আমাদের কথা খুঁজে নিন

   

বোমাবাজি, গাড়িতে আগুন দেয়ার চেষ্টা

এছাড়া সকালে সদরঘাটের বাটা সিগন্যাল, প্রেসক্লাব, আগারগাও ও তেজগাঁও শিল্পাঞ্চলে ঝটিকা মিছিল থেকে বোমাবাজির খবর পাওয়া গেছে।
কতোয়ালী থানার ওসি শাহ আলম আলম জানান, সকাল সাড়ে ৬টার দিকে  সদর ঘাটের বাটা সিগন্যাল এলাকায় অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল থেকে দুটি হাতবোমায় বিস্ফোরণ ঘটানো হয়।
এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে কোরোসিন ঢেলে আগুন দেয়ার সময় শ্রমিক দলের দুই কর্মীকে আটক করা হয়।
সকাল পৌনে ৭টার দিকে প্রেসক্লাবের সামনের সড়কে যুবদলের মিছিল থেকে দুটি ককটেল ফাটানো হয়। এ সময় পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।


তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সকাল ৭টার দিকে কয়েকটি হাতবোমা ফাটানো হয়। যুবদলকর্মীরা রাজধানীর আগারগাঁও এলাকাতেও ঝটিকা মিছিল করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ফাইল ছবি নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে সরকারি ছুটির দিন ছাড়া বাকি দিনগুলোতে রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ চালিয়ে আসছে বিরোধী দলীয় জোট।
ফাইল ছবি
শনিবার ভোর থেকে শুরু হওয়া এবারের অবরোধ চলবে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত।
প্রথম দিকে অবরোধে রাজধানীতে খুব অল্প সংখ্যক যানবাহন চলাচল করলেও এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক।

ভাংচুর-অগ্নিসংযোগের আশঙ্কার মধ্যেও মানুষ রাস্তায় নামছে, ছোট যানবাহনের পাশাপাশি গণপরিবহনও চলছে।     
নৌমন্ত্রী শাজাহান খান অবরোধের মধ্যেই দূরপাল্লার বাস চলাচল শুরুর ঘোষণা দিলেও রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে খুব বেশি বাস ছাড়তে দেখা যায়নি। মালিক-শ্রমিকরা বলছেন, যাত্রী না পাওয়ায় তারা বাস ছাড়ছেন না।
তবে পুলিশ পাহারায় ঢাকার আশপাশের জেলাগুলোর উদ্দেশে বাস ছাড়তে দেখা গেছে মহাখালী টার্মিনাল থেকে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.