আমাদের কথা খুঁজে নিন

   

গির্জায় ভ্রমণ

আর্মেনিয়ান গির্জা
পুরান ঢাকার আরমানিটোলায় দর্শণীয় ইমারত আর্মেনিয়ান গির্জা। আর্মেনিয়রা আরমানিটোলায় স্থায়ীভাবে বসবাস শুরুর পরে এ গির্জা নির্মাণ করা হয়। এটি নির্মিত হয়েছিল ১৭৮১ খ্রিষ্টাব্দে। আগে এ জায়গায় তাদের একটি গোরস্থান ছিল। গির্জা নির্মাণের জন্য বিস্তর জমি দান করেছিলেন আগা মিনাচ ক্যাটচিক।

এটি নির্মাণে সাহায্য করেছিলেন চারজন আর্মেনি। গির্জাটি লম্বায় সাড়ে সাতশ ফুট। পাশেই ছিল একটি ঘড়িঘর। এটি নির্মাণ করেছিলেন জোহানস কারু পিয়েতে সার্কিস। ১৮৯৭ সালের ভূমিকম্পে ঘড়িঘর ভেঙ্গে যায়।


আর্মেনিয়ান গির্জা সেন্ট থমাস চার্চ
আর্মেনিয়ান গির্জা
সেন্ট থমাস চার্চ
সেন্ট থমাস চার্চ
ঢাকার পুরোনো গির্জাগুলির মধ্যে অন্যতম একটি সেন্ট থমাস চার্চ। শাঁখারি বাজরের পূর্ব পাশে এবং বাহাদুর শাহ পার্কের উত্তর পাশে অবস্থিত এটি। ১৮১৯ সালে ঢাকা জেলের কয়েদীদের শ্রমের বিনিময়ে নির্মিত হয়েছেল এ গির্জা। প্রধান আর্কষণ হল চূড়ায় অবস্থিত বড় আকারের একটি ঘড়ি।
সেন্ট মেরিস ক্যাথিড্রাল, কাকরাইল
ঢাকার ১ নং কাকরাইল সড়কে অবস্থিত সেন্ট মেরিস ক্যাথিড্রাল গির্জা।

এটি নির্মিত হয়েছিল ১৯৫৬ সালে। বড় দিন উপলক্ষে এ গির্জাটি সাজানো হয় আকর্ষণীয় ভাবে।
বড়দিন উপলক্ষে কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথিড্রালে আলোকসজ্জা বড়দিনে কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথিড্রালের প্রার্থনা কক্ষ
বড়দিন উপলক্ষে কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথিড্রালে আলোকসজ্জা
বড়দিনে কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথিড্রালের প্রার্থনা কক্ষ
হলি রোজারিও চার্চ, তেজগাঁও
রাজধানীর ফার্মগেইটের কাছেই তেজগাঁও এলাকায় হলি রোজারিও চার্চ। নতুন এবং পুরোনো, দুটি গির্জা এখানে আছে। পর্তুগীজরা পুরোনোটি ১৬৭৭ সালে প্রতিষ্ঠা করেছিলেন।

আর নতুনটি তৈরি করা হয় ১৯৯৭ সালে। এটি ক্যাথলিক চার্চ। ফার্মগেইটে এসে পায়ে হেঁটেই পৌঁছানো যাবে এ গির্জায়।
কালীগঞ্জের সেন্ট নিকোলাস গির্জা কালীগঞ্জের সেন্ট এন্টোনিস চার্চ
কালীগঞ্জের সেন্ট নিকোলাস গির্জা
কালীগঞ্জের সেন্ট এন্টোনিস চার্চ
সেন্ট সিকোলাস চার্চ, কালীগঞ্জ
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী গ্রামে সাধু নিকোলাসের গির্জা। ১৬৬৩ সালে নির্মিত হয়েছিল।

এখানকার সবচেয়ে পুরোনো যে গির্জা ভবনটি আছে, সেটির নির্মাণ কাল ১৬৯৫সাল। এরপরে বেশ বড় আকারে আরেকটি গির্জা ভবন তৈরি করা হয় ২০০৯ সালে। ভবনের সামনে স্থাপন করা হয়েছে হস্ত প্রসারিত যীশুর দণ্ডায়মান মূর্তি। এই এলাকায় আরও একটি গির্জা আছে, নাম সেন্ট এন্টোনিস চার্চ।
টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার উড়াল সেতু পেরিয়ে কালীগঞ্জের বাসে চড়ে নামতে হবে নলছটা সেতু।

সেখান থেকে নাগরীর দূরত্ব প্রায় দুই কিলোমিটার।
আওয়ার লেডি অব দি হলি রোজারিও ক্যাথিড্রাল চার্চ, চট্টগ্রাম
চট্টগ্রাম শহরের পাথরঘাটা এলাকার বান্ডেল সড়কে অবস্থিত আওয়ার লেডি অব দি হলি রোজারিও ক্যাথিড্রাল চার্চ। চট্টগ্রাম শহরের অন্যতম প্রধান এ গির্জাটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৬০০ সালে। শহরের যে কোনো জায়গা থেকে আটোরিকশায় যাওয়া যায়।
বরিশালের অক্সফোর্ড মিশন গির্জা অক্সফোর্ড মিশন গির্জার সুবিশাল ভেতরে প্রার্থনা কক্ষ
বরিশালের অক্সফোর্ড মিশন গির্জা
অক্সফোর্ড মিশন গির্জার সুবিশাল ভেতরে প্রার্থনা কক্ষ
অক্সফোর্ড মিশন চার্চ, বরিশাল
খ্রিস্টান ধর্মাবলম্বীদের এ উপসনালয়টি বরিশাল শহরের বগুড়া সড়কে অবস্থিত।

 খোলা প্রান্তরের মাঝে বিশাল আকারের এ গির্জা সহজেই সবার দৃষ্টি কাড়ে।
গ্রীক স্থাপত্য শৈলীতে নির্মিত গির্জার ভেতর আছে সুবিশাল প্রার্থনা কক্ষ। নির্মাণকাল ১৯০০ সাল।
ক্রাইস্ট দি রেডিমার ক্যাথিড্রাল, রাজশাহী
রাজশাহী শহরের বাগানপাড়া এলাকায় খ্রিস্টানদের উপসনালয় ক্রাইস্ট দি রেডিমার ক্যাথিড্রাল। ১৯৮৩ সালে নির্মিত এ গির্জা দেখতে বেশ আকর্ষণীয়।


আলোকচিত্র: মুস্তাফিজ মামুন

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।