আমাদের কথা খুঁজে নিন

   

গির্জায় যৌনতা - আইরিশ ক্যাথলিকদের চিঠি লিখলেন পোপ



আয়ার্ল্যান্ডের ক্যাথলিক গির্জায় শিশুদের ওপর যৌন অনাচারের ঘটনায় আইরিশ বিশপদের আচরণের জন্য ক্ষমা চাইলেন পোপ ষোড়শ বেনেডিক্ট৷ ক্যাথলিক ধর্মের শীর্ষ ব্যক্তিত্ব পোপ আইরিশ জনগণের জন্য একটি খোলা চিঠি লিখেছেন বলে জানিয়েছে ভ্যাটিকান৷ আয়ারল্যান্ড ছাড়াও পোপের নিজের দেশ জার্মানি সহ ইউরোপের বহু জায়গাতেই দুষ্টক্ষতের মত প্রকাশ্যে এসে গেছে গির্জায় যৌনতা, বিশেষ করে শিশুদের ওপর যৌন অনাচারের একাধিক অভিযোগ৷ আয়ার্ল্যান্ডের গির্জাগুলিতে যৌন অনাচারের ঘটনার তদন্ত ভ্যাটিকান করবে বলে নির্দেশ দিয়েছেন পোপ৷ ভ্যাটিকানের মুখপাত্র পোপের এই চিঠিটি পাঠ করেছেন৷ যেখানে পোপ আয়ার্ল্যান্ডের অপরাধী ধর্মযাজকদের উদ্দেশে বলছেন,‘‘তোমরা বিশ্বাসঘাতক৷ নিরীহ শিশু এবং তাদের পিতামাতাদের প্রতি যে জঘন্য অন্যায় তোমরা করেছো তার জন্য জবাবদিহি করতে হবে তোমাদের৷ শুধু ঈশ্বরের কাছেই নয়,আইনের সামনেও এর জন্য শাস্তি পেতে হবে তোমাদের৷'যারা এই জঘন্য অপরাধ সংঘটিত করেছে,তাদের অত্যন্ত কড়া ভাষায় নিন্দা করেছেন পোপ তাঁর ওই চিঠিতে৷ আইরিশ ক্যাথলিক ধর্মবিশ্বাসীদের তিনি বলেছেন,অপরাধীরা গির্জার পবিত্রতা এবং সম্মান বিনষ্ট করেছে৷ আয়ার্ল্যান্ডের কার্ডিনাল সিন ব্র্যাডির মতে,পোপের এই চিঠির ফলে গির্জা তার হৃত সম্মান ফিরে পাবে৷ ন্যাশনাল নিউজ ডেস্ক,২১ মার্চ ২০১০।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।