আমাদের কথা খুঁজে নিন

   

জেনে নিন কিবোর্ডের সাহায্যে কিভাবে (×গুন এবং ÷ ভাগ) এই চিহ্ন বা প্রতীক দুটি দেয়া যায়।

পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম, আশা করছি টিটির সদস্যরা সবাই ভাল আছেন। এটি আমার প্রথম টিউন। তাই ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিবেন।
আমাদের প্রয়োজনে আমরা (×গুন এবং ÷ভাগ) এই চিহ্ন বা প্রতীক দুটি কিবোর্ড দিয়ে দিতে পারি না।

কারন উক্ত চিহ্ন বা প্রতীক দুটি কিবোর্ড এ নেই। কিবোর্ড ছাড়া এই চিহ্ন বা প্রতীক দিতে হলে মেনু বারের Insert+Symbol এ গিয়ে খুজতে হয়। যা অনেক সময়সাপেক্ষ ব্যাপার। আবার অনেক সময় খুজেও পাওয়া যায় না। তখন আমাদের অনেক সমস্যায় পড়তে হয়।

এ কারনে আমি আপনাদের জন্য কিবোর্ড দিয়ে (×গুন এবং ÷ভাগ) এই চিহ্ন বা প্রতীক দুটি কিভাবে দেয়া যায় তার টিপস দিলামঃ
1.  (×গুন) এর জন্য=     কি বোর্ড এর Alt+0215 চাপুন।
2.  (÷ ভাগ) এর জন্য =  কি বোর্ড এর Alt+0247  চাপুন।
বি. দ্র: বাংলা টাইপ করার সময় অবশ্যই কিবোর্ড ইংরেজি ফন্টে পরিবর্তন করে নিতে হবে।
এই ধরনের টিউন পূর্বে কেউ করে থাকলে অনুগ্রহ করে ক্ষমা করে দিবেন।
আমার জন্য দোয়া করবেন।

টেকটিউনসের সাথে যেন সবসময় পথ চলতে পারি।
ফেকবুকে আমি: http://www.facebook.com/al.mamun.5036459

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.