আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতি চলে কৌশলে, অস্ত্র দিয়ে নয় । কেউ কি নেই পরিত্রানের ??



বাংলাদেশে প্রায় দীর্ঘদিন ধরে নোংরা, অসুস্থ রাজনীতির চর্চা হয়ে আসছে। আর ২০১৩ সালে এই জঘন্য রাজনীতি পূর্নতা লাভ করেছে । গতকাল যখন সীতাকুন্ডে পেট্রোল বোমার আঘাতে ৭টি গরুর পুড়ে যাওয়ার ঘটনা শুনলাম তখন নিজের আবেগকে ধরে রাখতে পারলাম না । নিজকে বললাম, “কি করে মানুষ পারে ?” । পাশাপাশি ট্রাকের ড্রাইভার ও হেলপার ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ।

মনে হয় আমাদের রাজনীতিবিদ্‌দের মাথা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে । রাজনীতি চলে কৌশলে, তাছাড়া বর্তমানে প্রত্যেকটা দল গায়ের জোরে, অস্ত্র দিয়ে বোমা ফাটিয়ে মানুষ মেরে, জনগনের সম্পদ নষ্ট করে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে । আর তাদের এই জোরাজুরিতে বলি হতে হচ্ছে নিরীহ প্রাণিদের । গরুরা কি জানত পেট্রোল বোমা কি জিনিস ? কিংবা এর ভয়াবহতাই বা কতটুকু ? তাদের যে এভাবে আগুনে ঝলসে যেতে হবে তারা কি কখনো কল্পনা করেছে ? এদের তো কোন দোষ নেই । তারপরও কেন বিনা অপরাধে তাদের এভাবে আগুনে ঝলসানো হয়েছে ? মানুষ ক্ষমতার লোভে কতটুকু নিচে নামতে পারে এই ঘটনাই তার প্রমান ।

আমরা কি কখনোই শুধরাবো না ?আমাদের বিবেক বুদ্ধি কি কখনোই জাগ্রত হবে না ? বর্তমানে রাজনীতিবিদ্‌দের জ্ঞান শুন্যে পরিনত হয়েছে । তাঁদের বোঝা উচিত যে, বোমা মেরে মানুষ পুড়িয়ে , পশু পুড়িয়ে ক্ষমতার যাওয়া যায় না কিংবা কোন দাবী আদায় করা যায় না । গনতান্ত্রিক দেশে জনগনই হল ক্ষমতার উৎস । এই যদি হয় মূল চাবিকাঠি , তাহলে জনগনের সম্পদ এভাবে নষ্ট করলে ভবিষ্যতে জনগন কাউকে ভোট দিবে কি ? তারা কোন এক নতুন সরকারকে ভোট দিবে । রাজনীতি করতে হয় বুদ্ধির জোরে ,কৌশলের জোরে , অস্রেমার জোরে নয় ।

এই হিতাহিত জ্ঞানটুকুও তাদের নেই । আর কতকাল আমরা আমাদের স্বজনকে হারাবো ? নীরিহ পশুদের ঝলসানো চিত্র দেখব ? এর থেকে পরিত্রাণের কি কোন উপায় নেই ? এদেশ থেকে ধর্ম কি পুরোপুরি নিঃশেষ হয়ে গেছে ? কোথায় গেল কোরান , বাইবেল, বেদ ও বিজ্ঞানের কথা ? কেন আমরা এসব পড়েছি ? দেশের সম্পদ যদি আমরা রক্ষা করতে না পারি , নীরিহ মানুষ কে যদি ভালোবাসতে না পারি তাহলে এই সব ধর্মগ্রন্থ পড়ে আমাদের লাভই বা কি? আমাদের ধর্ম কি পরিবর্তন হয়ে গেছে ? কেউ কি আছে এর সঠিক জবাব দিতে ?জনগণের কাছে প্রশ্ন রইল । ধন্যবাদ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.