আমাদের কথা খুঁজে নিন

   

পর্যবেক্ষক পাঠাবে না রাশিয়া

৫ জানুয়ারির নির্বাচনে এবার পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিল রাশিয়া। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীনের সঙ্গে সাক্ষাৎকালে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার নিকোলাইভ এ সিদ্ধান্তের কথা জানান।

রাশিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সিইসি কাজী রকিবউদ্দীন রাশিয়ার এ অবস্থানের কথা সাংবাদিকদের জানান।

তবে পর্যবেক্ষক না পাঠানোর কারণ হিসেবে নিকোলাইভ বড়দিনের ছুটিকেই সামনে আনেন। তিনি বলেন, জানুয়ারির ১১ তারিখ পর্যন্ত বড়দিনের ছুটি থাকায় নির্বাচনে রাশিয়ার পক্ষে পর্যবেক্ষক পাঠানো সম্ভব হবে না।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি এক বিবৃতিতে পর্যবেক্ষক না পাঠানোর ঘোষণা দেন। বিবৃতিতে তিনি বলেন, ''দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে- এমন একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্রের প্রতি নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরার সুযোগ নেবে বলেই যুক্তরাষ্ট্র বিশ্বাস করে। কিন্তু যুক্তরাষ্ট্র হাতাশার সঙ্গে দেখল, তেমন একটি নির্বাচন আয়োজনে প্রধান রাজনৈতিক দলগুলো এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এই নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না। তবে পরে নির্বাচনের জন্য আরো অনুকূল পরিবেশ তৈরি হলে পর্যবেক্ষক পাঠাতে যুক্তরাষ্ট্র তৈরি।

''

এদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কমনওয়েলথও দশম সংসদ নির্বাচনে বাংলাদেশে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.