আমাদের কথা খুঁজে নিন

   

নতুন ব্লগার হিসেবে আমার কিছু আক্ষেপ

নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর মত দু চোখ দিয়ে ঠিকরে বেরোয় জীবনের প্রতি অথবা জন্মানোয় প্রবল ঘৃনা

আমি একজন নতুন ব্লগার ।
প্রথমেই বলে রাখি ,আমি মোবাইল দিয়ে ব্লগিং করি ।
তাই ব্লগের ৪০% ই আমার ক্ষমতার বাইরে ।
এখানে এসে অনেক কিছুই নতুন জানছি ,শিখছি ।
ব্লগ এ একাউন্ট খুলি নিজের সৃজনশীলতা প্রকাশ করতে ।


তবে এ ব্যাপারে আমি হতাশ
গল্প কবিতা ছাড়া অন্য কিছু পোষ্ট করলে অনেকেই পড়েন । কিন্তু যখন কোন কবিতা প্রকাশ করি তখন বলা যায় কেউই পড়ে দেখেন না ।
এর আগে কয়েকবার কবিতা পোষ্ট করেও ডিলিট করে দিয়েছি ।
ব্যাপার টা ঠিক বোধগম্য হয়নি আমার ।
এর উপযুক্ত কারনও খুজে পেলাম না ।


আমি নতুন বলে এই অবস্থা ? ( এ নতুন লেখক , এর লেখা আর কি পডবো ! :p )
নাকি আমার শিরোনামের জন্য কেউ পড়ে দেখেন না ?
নাকি আপনাদের কবিতা পড়ায় ব্যাপক অনিহা আছে ?
কবিতার মান নিয়ে আমি জোর দাবি করবো না যে ,খুব ভাল লেখা তবুও কেউ পড়ে না !
আপনারা উত্‍সাহ না দিলে আমরা লেখার গতি পাব কি করে ?
আমি খুব ভাল লেখক নই ,আমি তা জানি ।
অনূর্বর মস্তিষ্ক নিয়ে তবুও লেখার চেষ্টা করি । তবে দিন দিন নিরত্‍সাহিত হচ্ছি ;(
নিজের কিছু লেখা পোষ্ট করতে গিয়েও পোষ্ট করি না ,কেউ পড়ে দেখে না বলে । যা-ও বা পোষ্ট করি ! কেউ পড়ে না বলে পরে মুছে দিই ।

সিনিয়র ব্লগার দের উপদেশ বা কোন কথা বলা আমার সাজে না ।


বলতেও চাই না । এই কথা গুলো ব্যাপক আক্ষেপ এ বলছি ।
যাই হোক !
এখন চিন্তা করেছি , কেউ পড়ুক আর না পড়ুক ! এখন থেকে পোষ্ট করে যাব ।
আমি পঁচা লেখক , নাহ ! নিজেকে লেখক বলে বলে লেখকদেয় অসন্মান করতে চাই না ।
তবে লেখক হবার চেষ্টা করছি ।


সিনিয়র ব্লগার ভাইয়া ,আপুদের অনুরোধ করছি আমার কোন ভুল ত্রুটি থাকলে তা ধরিয়ে দিতে । যেন তা সুধরে নিতে পারি ।
আপনাদের অনেক ধন্যবাদ এই ফালতু পোষ্ট টা পড়ার জন্য ।
সবার জন্য শুভকামনা থাকলো ।
ভাল থাকুন প্রিয় মানুষ গুলো আর পরিবার এর সাথে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.