আমাদের কথা খুঁজে নিন

   

তুরস্কের মন্ত্রিসভায় রদবদল তোপের মুখে প্ø

দুর্নীতি ও কেলেঙ্কারির অভিযোগ ওঠায় মন্ত্রিসভার প্রায় অর্ধেক মন্ত্রীকে রদবদল করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়্যেপ এরদোগান। বুধবার দেশটির মন্ত্রিসভার তিন মন্ত্রী পদত্যাগ করার পর তিনি এ রদবদলের ঘোষণা দেন। পুনর্গঠিত মন্ত্রিসভার নামের তালিকা এরই মধ্যে তিনি প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলের কাছে উপস্থাপন করেছেন। এদিকে দুর্নীতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর পদ থেকে এরদোগানের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন অনেকে। মন্ত্রীদের স্বজনরা দুর্নীতিতে জড়িয়ে পড়ার ঘটনায় দেশটিতে তোলাপাড় শুরু হয়েছে। এরদোগান সরকারের ১১ বছরের শাসনামলে এ ঘটনা ক্ষমতাসীনদের বড় ধরনের চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এ অবস্থায় মন্ত্রিসভা থেকে তিন মন্ত্রীর পদত্যাগ এবং মন্ত্রিসভার পুনর্গঠনের কারণে এরদোগান রাজনৈতিকভাবে তোপের মুখে রয়েছেন। গত কয়েক মাস ধরে তার সরকারের বিরুদ্ধে নানা ইস্যুতে যে সব মানুষ রাস্তায় বিক্ষোভ করে আসছিলেন তারা এখন অর্থনৈতিক কেলেঙ্কারির ঘটনাকে পুঁজি করে বিক্ষোভ জোরদার করবেন। এরই মধ্যে এরদোগানের ব্যক্তিগত জনপ্রিয়তা অনেক কমে গেছে। সেক্ষেত্রে এরদোগানের নেতৃত্বাধীন সরকার ইমেজ সংকটের পাশাপাশি আসন্ন রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন কিনা তা নিয়েই সন্দিহান অনেকে। আল জাজিরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.