আমাদের কথা খুঁজে নিন

   

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫ হাজার পদে নিয়োগ 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৫ হাজারের বেশি কর্মচারীর পদে নিয়োগ কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এ-সংক্রান্ত হাইকোর্টে দায়ের করা রিট আবেদনটি নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। সরকারের পক্ষে হাইকোর্টের আদেশ স্থগিত রাখার আবেদন করা হয়। এ আবেদনের ওপর শুনানি শেষে আপিল বিভাগ সরকারের আবেদন নিষ্পত্তি করে আদেশ দেন। আদালতে সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটকারীর পক্ষে অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও জহুরুল ইসলাম মুকুল শুনানিতে অংশ নেন। স্বাস্থ্য অধিদফতর ৯১৫ জনের নিয়োগের জন্য গত বছর ২২ নভেম্বর একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ ছাড়া এ বছরের ২১ মার্চ পরিবার পরিকল্পনা অধিদফতর ৪ হাজার ২৯৪ জনকে নিয়োগের জন্য ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ উভয় নিয়োগ প্রক্রিয়া এরই মধ্যে প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এ অবস্থায় ২৩ সেপ্টেম্বর এ নিয়োগ কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের আইনজীবী আফতাব উদ্দিন সিদ্দিকী এবং নিয়োগপ্রার্থী তরিকুল ইসলাম ও আবদুল্লাহিল মাহবুব পৃথক দুটি রিট আবেদন করেন। সেদিনই হাইকোর্ট ওই নিয়োগ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন এবং সংশ্লিষ্ট বিজ্ঞাপনের মাধ্যমে গৃহীত নিয়োগের প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেন।

হাইকোর্টের ওই স্থগিতাদেশ স্থগিত করার জন্য সরকার পক্ষে ২৯ সেপ্টেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করা হয়। চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করেন। একই সঙ্গে সরকারের আবেদনের ওপর শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.