আমাদের কথা খুঁজে নিন

   

‘আসলে আমার বয়ফ্রেন্ডের জন্য রুম ঠিক করতে এসেছি।’

দূর্বোধ্যতা নয়, প্রাঞ্জলতা বা সহজবোধ্যতাই হোক রচনার ধর্ম ।

নারী শাসিত সমাজে মানুষ কারণে অকারণে নারীর উপর নির্ভরশীল হয়ে পড়বে এতে অবাক হবার কী আছে? তবে, এমন অভিনব ঘটনার বর্ণনা শুনলে অবাক না হয়ে পারা যায় না ।
ছেলে ঢাকায় থেকে পড়াশোনা করছে, মেসে উঠবে । মেস যদি গার্লফ্রেন্ডের পছন্দ হয়, তবেই সেখানে ওঠা যাবে, নইলে না । (!)
মেসে ফেরার পথে মেসের পরিচালকের সাথে দেখা হল, পথ রোধ করে দাড়িয়ে গেলেন তিনি ।

আমার তো কোন বকেয়া নেই, তাহলে তিনি এভাবে…… কিছু একটা বলার প্রস্তুতি নিচ্ছেন, ঠোটের কোনে ইতিমধ্যে হাসি ফুঁটে উঠেছে । তিনি বলা শুরু করলেন,
কি হইছে জানিস (পরাশোনা শেষে সে চাকরিবাকরি না করে মেসের মালিক হয়ে গেছে, ছাত্রদের ‘তুই’ সম্বোধন করে, আমরা কিছু মনে করিনা ) ,
কালকে হঠাত দেখি দুইজন মেয়ে এসে আমার অফিস রুমের সামনে দাড়িয়ে আছে । আমি জানতে চাইলাম কেন এসেছে, আর এ’ও বললাম, এখানে তো মেয়ে এলাও না...

একজন উত্তর করলো, ‘আসলে আমার বয়ফ্রেন্ডের জন্য রুম ঠিক করতে এসেছি । আমরা তাহলে নিচে গিয়ে দাড়াই?’
এখন অফিসের সামনে থেকে বাইরে পাঠাইয়া দিলে কেমন দেখায়?! বললাম, ‘এসে পড়েছেন যখন, বসেন । ’

এরপর কী বললো, শোন... ‘আমরা পুরো রুম নিবো।

আর বন্ধুরা কিন্তু আড্ডা দিতে প্রায়ই আসবে । মেয়ে এলাও হতে হবে...’ (!) (?)
আমি জানতে চাইলাম এরপর কী হল । আমি সোহান । এরপর তিনি বললেন, ‘এরপর আর কী হবে, আমি বললাম, এটা সম্ভব না, আপনারা যেতে পারেন...। ’

ঘটনা শুনে সেদিন বিকেলে এক বন্ধুকে নিয়ে আমি মারাত্মক বিশ্লেষণ করা শুরু করলাম ।

আমার বয়স কম, এসব বিশ্লেষণ করতে ভাল লাগে । সবারই লাগে, তবে......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.