আমাদের কথা খুঁজে নিন

   

সাতক্ষীরায় নির্বাচনী জনসভায় জাহাঙ্গীর কবির নানক

যুদ্ধাপারাধীদের বিচার এবং দশম জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য বিএনপি ও জামায়াত-শিবির দেশ ব্যাপী তান্ডব চালাচ্ছে উল্লেখ করে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, '৭১ এর যুদ্ধাপরাধিদের বিচার যদি ৪২ বছর পর হতে পারে তাহলে সাতক্ষীরাতে যারা ২১ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করেছে তাদের বিচারও এই বাংলার মাটিতে হবেই হবে।

যারা ছাত্রলীগ নেতা প্রভাষক মামুন, আওয়ামী লীগ নেতা রবিউল, সিরাজুল ও যুবলীগ নেতা গিয়াসউদ্দিনকে নির্মমভাবে হত্যা করেছে তাদের রক্তে বৃথা যেতে দেওয়া হবেনা। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে কোনা হত্যাকারি পার পাবেনা। তাদেরকে আইনের আওতায় আনা হবে।

জামায়াত-শিবিরের নির্মম হত্যার শিকার সাতক্ষীরা সদর উপজেলার ছাত্রলীগ নেতা মামুন, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম ও সিরাজুল ইসলামের কবর জিয়ারাত শেষে শনিবার বেলা ১২ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে জামায়াত শিবিরের হাতে নিহত ২০ আওয়ামী লীগ নেতাকর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনট নিরবতা পালন করা হয়।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়র শেখ মুজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, জাতীয় সংসদের হুইপ ও আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মির্জা আজম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক এমপি, সাবেক মন্ত্রী ডা. আফম রুহুল হক, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য এস এম কামাল, জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি প্রমুখ। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.