আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচনে জিতার এক অব্যর্থ ফরমুলা। ভেরী স্মার্ট পান বেপারী চাচা।

ঘাটের এই পারে বসে আছি ঐ পারে যাওয়ার অপেক্ষা। মুসাফিরের ধূলোমাখা ব্লগ

হাইস্কুলে পড়াকালীন স্কুল পরিচালনা পরিষদের একটা নির্বাচন হতো। আর ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে কার্যনির্বাহী পরিষদের সদস্যদের নির্বাচন করা হতো।
তো শুনলাম একজন একেবারে অখ্যাত ব্যক্তি এবার নির্বাচনে দাঁড়িয়েছেন। পেশায় পান ব্যবসায়ী।

উনার পড়ালিখাও তেমন ভালো না।

নির্বাচনের দিন গনিয়ে আসছে। অন্য প্রার্থীদের স্কুলে আনাগোনা বেড়ে গেলো। সবাই বেশ পরিচিতমুখ। আমাদের টিফিনে প্রতিদিন একেক ভাইয়ের সৌজন্যে খাবারের আয়োজন।

পরেরদিন আবার আরেকভাইয়ের সৌজন্যে খাবারের আয়োজন। বেশ উৎসব উৎসব ভাব। আমরা গরম গরম চা, বিস্কুট,কেক, পেস্ট্রি পাই এতেই খুশি।

কিন্তু পান ব্যবসায়ী চাচাকে একদিনও স্কুল প্রাঙনে দেখা গেলোনা। একদিন লান্চের খাবারও দিলেন না।

নির্বাচনে জয়লাভের জন্য কোনো প্রচারণা ,কোনো প্রকার মিটিং ও করলেন না। একদিন ভোট চাওয়ার কোনো লিফলেট ও দেখলামনা।

আমরা বড় ক্লাসের ছাত্ররা মিলে উনাকে নিয়ে হাসাহাসি করতাম। উনি এরকম গোহারা হারার জন্যই কি তবে নির্বাচনে দাঁড়ালেন।
ইলেকশান হলো।

ভোট গণনা হলো। কিন্তু সবাইকে চমকে দিয়ে ঐ পান ব্যবসায়ী চাচা স্কুল ইতিহাসের সবচেয়ে বেশী ভোটে জয়লাভ করলেন। সবাই একেবারে চমকে ওঠলো। ঘটনাটা কী হলো?

কিন্তু এই অপ্রত্যাশিত জয়লাভের পিছনের কারণ টা কি? এবার সেটাই বলছি।
ছেলেমেয়েরা সবাই যখন স্কুলে চলে আসতো।

ঘরের কর্তাব্যক্তিরা যার যার কাজে ঘর থেকে বের হয়ে যেতো। আর দুপুর যখন থাকতো একেবারে শুনশান নীরব। তখন উনি একটি খাতা, সুন্দর একটি কলম নিয়ে এলাকার সব অভিভাবকদের ঘরে যেতেন।

ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ঐ বাড়ির যে ছেলে অথবা মেয়ে স্কুলে পড়ে তার নাম নিয়ে বলতেন, ওমুকের আম্মা আমার মা জননী কি বাড়ি আছেন?
তখন মা দরজা খুলে যখন বের হয়ে আসতেন, পান বেপারি চাচা সালাম দিয়ে খাতা আর একটি কলম উনাকে দিয়ে বলতেন,
এইখাতা আর কলমটি আপনার সন্তানকে দিবেন। এটুকু বলেই উনি অন্য ঘরের দিকে পা বাড়াতেন।

কোনো ভোট চাওয়া চাওয়ি নেই।

এরপর স্কুল ছুটির পর যখন ছাত্ররা সব যার যার বাসায় ফিরে আসতো। তখন মা খাতা আর কলম সন্তানের হাতে তুলে দিতেন।
ছেলেমেয়েরা জানতে চাইলে মা বলতেন- পান বেপারি চাচা তোদেরকে দিয়েছে।

এরপর রাতে বাপ বাসায় ফিরলে, সন্তানেরা বাপকে বলতো, বাবা তোমার ভোট তুমি অন্য পদে যাকে খুশি দিবার দাও কিছু বলবোনা।

তবে মনে রাখবা পান বেপারী চাচা যেন উনার পদে একটা ভোট পায়।









সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.