আমাদের কথা খুঁজে নিন

   

আবাহনীকে হারিয়ে প্রতিশোধ মোহামেডানের

চ্যাম্পিয়ন হলেই ২০ লাখ, রানার্সআপ ১০ লাখ টাকা। গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে চির প্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছে ৮ উইকেটে হেরে আম্বার-বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আবাহনী। এই জয়ে ফাইনালের আশা টিকিয়ে রাখল মোহামেডান। গতকালের জয়টি ছিল মতিঝিল পাড়ার দলটির প্রতিশোধের। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে দুই দলের প্রথম লড়াইয়ে ৭৭ রানে জিতেছিল আবাহনী।

টি-২০ বিশ্বকাপের মহিলা গ্রুপের লিগ পর্বের খেলাগুলো হবে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে। তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডে হবে এখানে। টি-২০ বিশ্বকাপ এবং শ্রীলঙ্কা সিরিজের আগে সিলেটের অবস্থান পরিষ্কার করতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেখানে আয়োজন করেছে বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম চার পর্ব। সেখানেই মোহামেডানের বিপক্ষে জিতেছিল আবাহনী। ওই ম্যাচে আবাহনীর পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেছিলেন অধিনায়ক মশফিকুর রহিম।

কোমড়ে চোট থাকায় গতকাল খেলেননি টাইগার অধিনায়ক। তার অভাবটা বেশ ভালোভাবেই অনুভব করছে আবাহনী। গতকাল তাকে ছাড়া খেলতে নেমে সৌম্য সরকারের হাফসেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রান করে। ওপেনার মিজানুর রহমান ৪১ রান করেন। সৌম্য ৩৪ বলে খেলেন ৫২ রানের ইনিংস।

তার ইনিংসটিতে ছিল ৫টি চার ছাড়াও ৩টি ছক্কা। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ করেন ২৯ রান। ৪১ রানে ৩ উইকেট নিয়ে মোহামেডানের সফল বোলার ছিলেন দেওয়ান সাবি্বর। ইনজুরি থেকে সুস্থ হয়ে গতকালই প্রথম খেললেন শামসুর রহমান শুভ।

১৭২ রানের টার্গেটে খেলতে নেমে দুই ওপেনার জহুরুল ইসলাম অমি ও জুনায়েদ সিদ্দিকী ৪২ রানের ভিত দেন।

ব্যক্তিগত ২২ রানে অমির বিদায়ের পর জুটি বাধেন জুনায়েদ ও ম্যাচ সেরা নুরুল হাসান সোহান। দুজনে ৭.৫ ওভারে যোগ করেন ৮৮ রান। জুনায়েদ ৪১ রানে আউট হলেও নুরুল হাসান অপরাজিত থাকেন ৭৯ রানে। নুরুল হাসান তৃতীয় উইকেট জুটিতে মুমিনুল হকের সঙ্গে অবিচ্ছিন্ন থেকে যোগ কনে ৬ ওভারে ৫২। নুরুল হাসানের ৪৭ বলের ইনিংসটিতে ছিল ১০টি চার ও ২টি ছক্কা।

 

সংক্ষিপ্ত স্কোর

আবাহনী : ১৭১/৬, ২০ ওভার ( মিজানুর রহমান ৪১, শামসুর রহমান শুভ ১৮, সৌম্য সরকার ৫২, মাহমুদুল্লাহ রিয়াদ ২৯, নাজমুল মিলন ১২। দেওয়ান সাবি্বর ৩/৪১, ইলিয়াস সানী ১/১১)।

 

মোহামেডান : ১৭২/২, ১৯ ওভার ( জহুরুল ইসলাম অমি ২২, জুনায়েদ সিদ্দিকী ৪১, নুরুল হাসান সোহান ৭৯*, মুমিনুল হক সৌরভ ২২*। সৌম্য সরকার ১/১৯, নাবিল সামাদ ১/২৫)।

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।