আমাদের কথা খুঁজে নিন

   

বুড়ির লা্উ গাছ ছেড়ার গল্প



আজ সারা দেশের মানুষ ছিল উৎকন্ঠায়। আর এ নিয়ে রসিকতা করল আ.লী. এর সিপাহ সালার আশরাফ।

তিনি বললেন যে খালেদা জিয়া নাটক করছেন কেন তার গোলাপী শাড়ি। কিন্তু আমরা যতটুকু জানি যে উনি মানুষ মারা যাওয়ার পর দেখতে গেলে ও এমন শাড়িই পরেন। তবে কেন এমন ইস্যুটা উল্লেখ করলেন এত বড় একটা দলের সংবাদ সম্মেলনে এ বিষয়ে আমার একটা গল্প বলা-- গ্রামে একটা কথা আছে বুড়ির সাথে না পারলে প্রতিপক্ষ বুড়ির লাউগাছ ছেড়ে নিযে যায়।

এ উদ্দেশ্য টা ঠিক তাই...

কারণ টা হল যে যদি ধরে নেওয়া হয় বি এন পি একজন ও কর্মী নেই যারা সাহস করে বের হয়ে মার্চ টু ডেমোক্রেসি তে অংশ নেওয়া তবে উনাকে একাই ছেড়ে দেওয়া হত উনি একাই ঘুরে যেতে নয়া পল্টন থেকে।

আর একটা বিষয় শেয়ার করতে চাই---
আমি অনেক ছোট তাই সবই ইতিহাস কিন্ত যেসব ইতিহাস আমার আ.লী. পরিবার থেকে জেনেছি তা থেকে বুঝতে পারি যে এ পর্যন্ত যত গুলো প্রতিষ্ঠান দলীয়করণ করা হয়েছে তার কোনটির প্রতি জনগনের আস্থা নেই। কিন্তু তিনটি প্রতিষ্ঠান ছিল দলীয়করণ মুক্ত সেভাবে কিছুটা যে হয় নাই তা বলবনা। কিন্তু এবার যেভাবে হয়েছে তা মারাত্মক অবস্থা তার প্রমান এরই মধ্যে উদাহরণ হয়ে গেল
একটি হল প্রেসক্লাব অপরটি হল হাইকোর্ট । আর একটি প্রতিষ্ঠান রয়েছে সেটা বুঝা যাবে কিছু দিনের ভিতর সেটা হল সেনাবাহিনী।




অপেক্ষা্য় থাকলাম তার কতটা ক্ষতি হয় আর কতটা অপমানিত হয় এছাড়া আমাদের আর কিছুই করার নেই কারণ আমরা এদেশের প্রজা প্রজা প্রজা.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.