আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচনকালীন সরকারের ভোটপূর্ব কেনাকাটা

ভোটের আর মাত্র কয়েক দিন বাকি থাকলেও নির্বাচনকালীন সরকার কেনাকাটা স্বাভাবিক রেখেছে। নিচ্ছে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে দুটি ভাড়া বিদ্যুৎকেন্দ্রের চুক্তির মেয়াদ বৃদ্ধিসহ ১৬টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুমোদিত ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র দুটি হচ্ছে খুলনার ৫৫ মেগাওয়াট এইচএসডিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং ফার্নেস অয়েলভিত্তিক ১১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল)। দুটিরই চুক্তির মেয়াদ পাঁচ বছর করে বাড়ানো হয়েছে এবং বর্ধিত সময়ের জন্য ট্যারিফ পুনঃনির্ধারণ করা হয়েছে। পুনঃনির্ধারিত ট্যারিফ অনুযায়ী খুলনার ৫৫ মেগাওয়াট এইচএসডিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নতুন ট্যারিফ হচ্ছে ১৯ টাকা ৫৫ পয়সা (আগে ছিল ২১.২১ টাকা) এবং কেপিসিএলের ১৫ টাকা ১৩ পয়সা (আগে ছিল ১৫ টাকা ১৯ পয়সা)। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নূরুল করিম জানান, ক্রয় কমিটিতে অনুমোদিত অন্য উল্লেখযোগ্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে_ আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে প্যাকেজ-০১ (পুনঃ কোটেশন)-এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন গম ক্রয়; সরকারি পর্যায়ে রাশিয়ান প্রতিষ্ঠান প্রোডিনটোর্গ ও বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় দেড় লাখ মেট্রিক টন এমওপি সার আমদানি; চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ২৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি; নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণকাজ তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ; 'আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং এঙ্সে টু সার্ভিসেস প্রজেক্ট' শীর্ষক প্রকল্পের আওতায় 'প্রজেক্ট ম্যানেজমেন্ট সাপোর্ট কনসালটেন্সি ফার্ম' (কন্ট্রাক্ট প্যাকেজ এস-১)-এর পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে স্পেনের প্রতিষ্ঠান 'স্কাইটিএল (ঝপুঃষ) সিকিউর ইলেকট্রনিক ভোটিং'-কে নিয়োগ; টার্ন কী ভিত্তিতে ঈশ্বরদী থেকে দর্শনা পর্যন্ত ১১টি রেলস্টেশনের সিগন্যালিং ব্যবস্থার মানোন্নয়নে (প্যাকেজ জিডি-১; ডিজাইন, সাপ্লাই, ইনস্টলেশন, টেস্টিং, কমিশনিং অব কম্পিউটার বেইজড ইন্টার-লকিং কালার লাইট সিগন্যালিং) ঠিকাদার নিয়োগ; সরাসরি ক্রয় পদ্ধতির আওতায় বিজেএমসির কাছ থেকে ৫০ কেজি ধারণ ক্ষমতাসম্পন্ন দেড় কোটি পিস বস্তা ক্রয় ইত্যাদি। প্রতি টন ৩১০ ডলার হিসেবে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানিতে ব্যয় হবে ১২২ কোটি ৮৪ লাখ টাকা। আর এ গম সরবরাহ করবে মেসার্স হানিফি প্রাইভেট লিমিটেড। বিএডিসির মাধ্যমে রাশিয়া থেকে দেড় লাখ টন এমওপি সার আমদানিতে মোট ব্যয় হবে ৫০৪ কোটি টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৪২০ ডলার।

চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ২৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ৭৪ কোটি ৮৯ লাখ টাকা। প্রতি টন সারের দাম ধরা হয়েছে ৩৮২ দশমিক ১১ ডলার। হংকংভিত্তিক প্রতিষ্ঠান ড্রাগন এশিয়া ফার্টিলাইজার এই সার সরবরাহ করবে। নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণকাজ তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ পেয়েছে যৌথভাবে এসজেআরএম অ্যাসোসিয়েটস এবং দেশীয় একটি প্রতিষ্ঠান। এতে মোট ব্যয় হবে ১৫ কোটি ৫০ লাখ টাকা। 'আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং এঙ্সে টু সার্ভিসেস প্রজেক্ট' শীর্ষক প্রকল্পের আওতায় প্রজেক্ট ম্যানেজমেন্ট সাপোর্ট কনসালটেন্সি ফার্ম (কন্ট্রাক্ট প্যাকেজ এস ১)-এর পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে স্পেনের প্রতিষ্ঠান 'স্কাইটিএল (ঝপুঃষ) সিকিউর ইলেকট্রনিক ভোটিং'-কে নিয়োগ দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২১ কোটি ৮৮ লাখ টাকা। টার্নকি ভিত্তিতে ঈশ্বরদী থেকে দর্শনা পর্যন্ত ১১টি রেলওয়ে স্টেশনের সিগন্যালিং ব্যবস্থার মানোন্নয়নে (প্যাকেজ জিডি-১; ডিজাইন, সাপ্লাই, ইনস্টলেশন, টেস্টিং, কমিশনিং অব কম্পিউটার বেইজড ইন্টার-লকিং কালার লাইট সিগন্যালিং) ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে ভারতীয় প্রতিষ্ঠান ইনকন ইন্টারন্যাশনালকে। এতে মোট ব্যয় হবে ৮৬ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার টাকা। বিজেএমসির কাছ থেকে ৫০ কেজি ধারণ ক্ষমতাসম্পন্ন দেড় কোটি পিস বস্তা ক্রয়ে মোট ব্যয় হবে ১০৩ কোটি ৫০ লাখ টাকা। প্রতি বস্তার দাম ধরা হয়েছে ৬৯ টাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.