আমাদের কথা খুঁজে নিন

   

সেখানে গোপালগঞ্জের কেউ ছিল না: কাদের

ফাইল ছবি


ফাইল ছবি
মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “সেদিন যে অফিসারদের উনি গোপালী বলে অশালীন কথাবার্তা বললেন, খোঁজ নিয়ে জানতে পেরেছি তারা একজনও গোপালগঞ্জের লোক ছিল না।”
বিরোধীদলীয় নেতা আরো ‘দায়িত্বশীল’ হয়ে কথা বলবেন- এমন প্রত্যাশাও করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাদের।
রোববার নয়াপল্টন কার্যালয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশের বাধায় ব্যর্থ হওয়ার পর গুলশানে নিজের বাড়ির ফটকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেলা গোপালগঞ্জ নিয়েও তিনি মন্তব্য করেন।
এক নারী পুলিশ সদস্যকে উদ্দেশ্য করে খালেদা জিয়াকে বলতে শোনা যায়- “এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কী বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায়, গোপালী? গোপালগঞ্জ জেলার নামই বদলিয়ে যাবে বুঝছেন, গোপালগঞ্জ আর থাকবে না।”
তার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সমাবেশ থেকে খালেদা জিয়ার সমালোচনা করা হয়। রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপার্সনের কুশপত্তলিকায় আগুন দেয়া হয়।
মানহানী ও হুমকির অভিযোগ এনে খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে একটি অভিযোগও দায়ের করেছেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.