আমাদের কথা খুঁজে নিন

   

মোহামেডানে পর্তুগালের কোচ

কোচ হিসেবে এবারও ঢাকা মোহামেডানের দায়িত্ব পেয়েছিলেন সাইফুল বারী টিটু। মৌসুমে প্রথম ট্রফি ফেডারেশন কাপে তার প্রশিক্ষণে ফুটবলাররা মাঠেও নেমেছিলেন। কিন্তু বাফুফের সহযোগী কোচের প্রস্তাবে তিনি সাড়া দিলে মোহামেডান দুশ্চিন্তায় পড়ে যায়। কারণ লিগে দায়িত্ব পালন করবেন দেশে সে মানের কোচ খুঁজে পাওয়া যাচ্ছিল না। দলের সাবেক দুই ফুটবলার জুয়েল রানা ও আলফাজ আহমেদ সহযোগী হিসেবে টিটুর সঙ্গে থাকলেও মোহামেডান কাউকে মূল কোচের দায়িত্ব দিতে চাচ্ছিল না। ম্যানেজার আমিরুল ইসলাম বাবু সরাসরি বলেও ফেলেন ফুটবল সম্পর্কে ভালো জ্ঞান থাকলেও মোহামেডানের মতো দলের কোচের দায়িত্ব পালনে তাদের আরও অভিজ্ঞতা বাড়ানো দরকার। সে জন্যই বিদেশি কোচের দিকে তাদের চেয়ে থাকতে হয়। জরুরি ভিত্তিতে কোচের প্রয়োজন পড়লেও যোগাযোগ করে তেমন সাড়া পাচ্ছিলেন না কর্মকর্তারা। লিগ শুরু হয়ে গেছে। অথচ কোচের দেখা মিলছে না। এ নিয়ে চিন্তায় পড়ে যায় মোহামেডান।

শেষ পর্যন্ত দুশ্চিন্তামুক্ত হয়েছে। মোহামেডানে উড়ে এসেছে রোনালদোর দেশের কোচ রুই ক্যাপালো। হ্যাঁ, পর্তুগিজের ৪৪ বছর বয়স্ক এ কোচ গতকাল ঢাকা এসে পেঁৗছেছেন। বাংলাদেশের ফুটবলে অনেক ইউরোপীয় কোচের দেখা মিললেও পর্তুগাল থেকে এই প্রথম। দীর্ঘ ভ্রমণ হলেও ক্যাপালোকে সামনে রেখে মোহামেডান গতকালই সংবাদ সম্মেলনের আয়োজন করে। লক্ষ্য ছিল, নতুন কোচের সঙ্গে পরিচয় করানো। এ ক্যাপালো যখন কথা বলছিলেন, তখনো চোখে-মুখে ফুটে উঠেছিল ক্লান্তির ছাপ। তবুও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর হাসিমুখেই দিয়েছেন। তিনি কোনো লুকোচুরি না করে সরাসরি বললেন, বাংলাদেশ সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। মোহামেডান থেকে প্রস্তাব পাওয়ার পরপরই ইন্টারনেট থেকে বাংলাদেশ সম্পর্কে ধারণা নিয়েছেন। ক্যাপালো জানান, আমি শুনেছি মোহামেডান এদেশের বিখ্যাত ও জনপ্রিয় দল। ফুটবল লিগে সর্বাচ্চ শিরোপা জেতার রেকর্ড রয়েছে। কিন্তু সাম্প্রতিককালে সময়টা ভালো যাচ্ছে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.