আমাদের কথা খুঁজে নিন

   

অভিযোগের তীর পশ্চিমা ক্রেতাদের দিকেও

সাভারে ভবন ধসে ব্যাপক হতাহতের পর যুক্তরাজ্যভিত্তিক উন্নয়ন সংস্থা ওয়ার অন ওয়ান্ট ও অক্সফাম বিষয়টি সামনে নিয়ে এসেছে। একই কথা উঠে এসেছে বাংলাদেশের জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকেও।
বাংলাদেশে ভবন ধসে বহু শ্রমিক হতাহত হওয়ার পর ওয়ার অন ওয়ান্টের নির্বাহী পরিচালক জন হিলারি বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “আমরা যা দেখছি, তা হলো পোশাকখাতে নিয়মিত এ ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে। ”
তিনি বলেন, পশ্চিমা ব্যবসায়ীরা বাজারে প্রতিযোগীদের চেয়ে কম দামে পণ্য বিক্রির জন্য তৈরি পোশাকের প্রস্তত ব্যয় কমিয়ে আনতে বিদেশি সরবরাহকারীদের উপর ক্রমাগত চাপ প্রয়োগ করে চলছে।
“যদি এমনটি ঘটে তাহলে এটা স্পষ্ট যে, আপনি যথাযথ ইমারত বিধিমালা অনুসরণ, স্বাস্থ্য ও নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না।

ব্যয় কমে আসলে এগুলো ক্রমাগত অসম্ভব হয়ে উঠবে। ”
প্রস্তুত ব্যয় কমানো হলে তা কারখানার সার্বিক ব্যয় কমাবে মন্তব্য করে হিলারি বলেন, “এর ফলেই গতকাল (বুধবার) যে বিপর্যয় ঘটেছে সে রকম দুর্ঘটনা আমরা দেখছি। ”
পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিতে পশ্চিমা প্রতিষ্ঠানগুলো যথাযথ দায়িত্ব পালন করছে না বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যভিত্তিক আরেক উন্নয়ন সংস্থা অক্সফামের বাংলাদেশে আবাসিক প্রতিনিধি গ্যারেথ প্রাইস-জোনস।
রয়টার্সকে তিনি বলেন, “পশ্চিমা ক্রেতারা আরো অনেক- অনেক কিছু করতে পারে এবং তা করা তাদের নৈতিক দায়িত্ব। ”
শ্রমিকদের যথোপযুক্ত বেতন এবং কর্মস্থলে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পশ্চিমা ক্রেতাদের চাপ দেয়া উচিত বলেও মনে করেন তিনি।


শ্রমিকের নিরাপত্তা নিশ্চিতে পশ্চিমা ক্রেতাদের জোরালো ভূমিকা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন।
তিনি বলেন, “এ অবহেলার অবসান হতে হবে। বহুজাতিক বিভিন্ন প্রতিষ্ঠান, সরকার ও কারখানা মালিকরা শ্রমিকের নিরাপত্তার বিষয়টি যথাযথ গুরুত্বের সঙ্গে নিলে এভাবে শ্রমিকের মৃত্যু এড়ানো যেত। ”
রয়টার্সের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠান বাংলাদেশের প্রায় সাড়ে চার হাজার কারখানা থেকে পোশাক আমদানি করে।
বাংলাদেশে প্রায় ৪০ লাখ শ্রমিক পোশাক খাতে নিয়োজিত রয়েছে।

এ খাত থেকে বাংলাদেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশ আসে। তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে চীনের পরেই বাংলাদেশের অবস্থান।
বুধবার সাভারে ভবন ধসের পাঁচ মাস আগে আশুলিয়ায় তাজরিণ ফ্যাশনসে অগ্নিকাণ্ডে অন্তত ১১২ জন নিহত হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.