আমাদের কথা খুঁজে নিন

   

রাজনৈতিক অস্থিরতার মিশ্র প্রভাব ব্যাংক মুনাফায়

২০১৩ সালে বেশ কয়েকটি ব্যাংকের মুনাফা আগের বছরের চেয়ে বেড়েছে। কয়েকটি ব্যাংকের মুনাফা আগের বছরের চেয়ে কিছুটা কমলেও কোনোই লোকসানে পড়েনি।
মঙ্গলবার বছরের শেষ দিনে ব্যাংকগুলোর বাৎসরিক হিসাবের দিনে কোনো কোনো ব্যাংক হিসাব শেষ করতে না পারলেও পুরো খাতের মুনাফার একটি ইতিবাচক ধারণা পাওয়া গেছে।
তবে নিরীক্ষার আগে ব্যাংকগুলোর পরিচালন মুনাফা জানানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা থাকায় কোন ব্যাংক কত টাকা মুনাফা করেছে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীরা।
বিভিন্ন ব্যাংকের প্রধান কার‌্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সাথে আলাপ করে মুনাফার তথ্য অনানুষ্ঠানিকভাবে জানা গেছে।


দেশের সবচেয়ে বড় ব্যাংক রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা বের করতে বুধবারও লাগতে পারে বলে অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে। রাষ্ট্রখাতের অন্যান্য বাণিজ্যিক ব্যাংকেরও একই অবস্থা।
তবে রূপালী ব্যাংক হিসাব শেষ করতে পেরেছে। ২০১৩ সালে এই ব্যাংকটির পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৩১০ কোটি টাকা, যা আগের বছর ছিল ৩৬৫ কোটি টাকা।
বেসিক ব্যাংকের মুনাফাও গতবছরের ২৮৫ কোটি টাকা থেকে দাঁড়িয়েছে ১৭৮ কোটি টাকায়।


বেসরকারি খাতের বেশকিছু ব্যাংকের পরিচালন মুনাফা কমেছে।
এর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালন মুনাফা আগের বছরের চেয়ে কমেছে ২৩০ কোটি টাকা। ২০১৩ সালে ব্যাংকটি মুনাফা করেছে ১৬০০ কোটি টাকা।
প্রাইম ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৮৫০ কোটি টাকায়, যা আগের বছর ছিল ৯৭০ কোটি টাকা।
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৪১০ কোটি টাকা থেকে কমে ৪০৫ কোটি টাকায় নেমেছে।


এক্সিম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক ও এসআইবিএলের মুনাফাও আগের বছরের চেয়ে কমেছে বলে জানা গেছে।
তবে মুনাফা বাড়ার তালিকাও ছোট নয়, যাতে রয়েছে পূবালী, সাউথইস্ট, ইউসিবিএল, মার্কেন্টাইল, আইএফআইসি, ফার্স্ট সিকিউরিটি, মিউচুয়াল ট্রাস্ট, আল আরাফাহ, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ও বাংলাদেশ কমার্স ব্যাংক।
বেসরকারি খাতের পূবালী ব্যাংকের পরিচালন মুনাফা বেশ খানিকটা বেড়েছে। ২০১৩ সালে এই ব্যাংকটির পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৮১৫ কোটি টাকায়, যা এর আগের বছর ছিল ৬৫০ কোটি টাকা।
এছাড়া আইএফআইসি ব্যাংকের মুনাফাও কিছুটা বেড়েছে।

বছর শেষে ব্যাংকটির পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৩৯০ কোটি টাকায়, যা এর আগের বছর ছিল ৩৪৬ কোটি টাকা।
এবিবির ভাইস চেয়ারম্যান ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী বলেন, “দেশের ব্যাংকখাত একটি চ্যালেঞ্জিং বছর পার করলো। গত কয়েক মাস ধরে দফায় দফায় হরতাল-অবরোধ থাকায় ব্যাংকগুরো ঠিকমতো ব্যবসা করতে পারেনি। এর মধ্যে আমাদের ব্যাংকের মুনাফা ধারা আগের মতোই রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে ঋণ বিতরণে সতর্কতা অবলম্বন করায় ব্যাংকগুলোর আয়ের ওপর প্রভাব পড়েছে বলে মনে করেন এই ব্যাংকার।



“তবে ভাল ঋণগ্রহীতারা ভালভাবে ব্যবসা করতে পারলে সামনের দিনগুলোতে ব্যাংক ভাল ব্যবসা করতে পারবে। ”
২০১৩ সালের শুরু থেকে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হতে শুরু করলে ব্যবসা নিয়ে নানা ধরনের আশঙ্কার কথা বলে আসছিলেন ব্যাংক কর্মকর্তারা। বছরের শেষ দিকে এসে ব্যাংকের মুনাফা কমে যাওয়ার আভাসও দিয়েছিলেন কোনো কোনো ব্যাংক কর্মকর্তা। তবে নির্বাচনী বছরে মুনাফা কিছুটা কমে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এবিষয়ে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার সব ব্যাংকের মুনাফা বাড়বে না, অধিকাংশরই কমবে।

রাজনৈতিক অস্থিরতাসহ নানা ধরনের প্রতিকূলতার মধ্যে ব্যাংকগুলো যে তাদের মুনাফার স্বাভাবিক ধারা ধরে রাখতে পেরেছে এটাই বড় সাফল্য। ”
এদিকে ২০১৩ সালে শুরুতে কার‌্যক্রম শুরু করা নতুন ব্যাংকগুলোওে মুনাফা করেছে।
নতুন ৯টি ব্যাংকের মধ্যে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক ১৪ কোটি, ইউনিয়ন ইসলামী ২৫ কোটি, এনআরবি কমার্শিয়াল ১০ কোটি, এনআরবি ২ কোটি, মেঘনা ব্যাংক সাড়ে ৬ কোটি, ফারমার্স ব্যাংক ৩ কোটি, মিডল্যান্ড ব্যাংক ৪ কোটি এবং মধুমতি ব্যাংক ১০ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে।
তবে এনআরবি গ্লোবাল ব্যাংক সবেমাত্র কার্যক্রম শুরু করায় লাভ বা ক্ষতি কিছুই করতে পারেনি।
৩১ ডিসেম্বর ব্যাংক হলিডেতে দেশে কার্যরত সব ব্যাংক তাদের লাভ-লোকসানের হিসাব মেলাতে খাতা-কলম নিয়ে বসে।

প্রতিটি ব্যাংক তাদের সবগুলো শাখার ব্যালান্স শিট এক জায়গায় করে একটি হিসাব বিবরণী তৈরি করে। ব্যাংকের সারা বছরের আয় থেকে ব্যয় বাদ দিয়ে পরিচালন মুনাফা আলাদা করা হয়।
তবে ব্যাংকের পরিচালন মুনাফা প্রকৃত মুনাফা নয়। নিট মুনাফা হিসাবের জন্য পরিচালনগত মুনাফা থেকে ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ এবং সরকারের কর্পোরেট কর (৪২ দশমিক ৫ শতাংশ) বাদ দিয়ে ব্যাংকের নিট মুনাফাকেই প্রকৃত মুনাফা ধরা হয়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.