আমাদের কথা খুঁজে নিন

   

ডা. জালালের সমাবেশে বোমা নাসিমের গাড়িবহরে হামলা

রাজধানীতে বোমা হামলা হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিনের নির্বাচনী জনসভায়। চকবাজারের ইসলামবাগ মাঠের ওই নির্বাচনী সমাবেশে গতকাল বিকেলে পর পর চারটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে নারীসহ সাতজন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে রাজশাহীতে নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের গাড়িবহরে ককটেল হামলা হয়েছে।

আওয়ামীলীগ প্রার্থী ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিনের নির্বাচনী সমাবেশে বোমা হামলার ঘটনায় আহতরা হলেন যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদিক হেলেনা বেগম (৩৫), ছাত্রলীগ নেতা লালবাগের ইমরান হোসেন (২৫), মনির হোসেন (২০), কামরুল (২৫), ইয়াদ আলী (১২) ও ফজলুল হক। এদের মধ্যে কামরুল ও মনির হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দলীয় সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ের সামনে ৫টি ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে চকবাজার থানার ইসলামবাগ ঈদগাহ মাঠের পাশে স্থানীয় সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়।

এ সময় পাশের কোনো একটি ভবনের ছাদ থেকে দুর্বৃত্তরা সমাবেশে আসা মিছিলকারীদের ওপর বোমা হামলা চালায়। বিকট শব্দে বিস্ফোরণ ঘটে বোমাগুলোর। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে মিছিলকারী ও সমাবেশে আগতরা। রক্তাক্ত অবস্থায় এ সময় লুটিয়ে পড়েন সাতজন।

এদের মধ্যে একজন নারী। আহতদের একজন জানান, পাশের কোনো একটি ভবনের ছাদ থেকে দুর্বৃত্তরা সমাবেশে আসা মিছিলকারীদের ওপর বোমা হামলা চালায়। ঘটনার পর পুলিশ ওই ও র্যাবের টহল জোরদার করা হয়েছে। লালবাগ কিল্লার মোড় এলাকার হাজি দেলোয়ার হোসেনের ভাই শীর্ষ সন্ত্রাসী মিয়া ও তার ভাড়াটে লোকজন এ বোমা হামলা চালাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। জানতে চাইলে লালবাগ জোনের উপকমিশনার হারুন অর রশিদ বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

তবে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বলছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। রাজশাহী থেকে নিজস্ব প্রতিবেদক জানান, সেখানে নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের গাড়িবহরে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বেলা সাড়ে ১২টার দিকে চারঘাটের সারদা পুলিশ একাডেমির পাশে এ ঘটনা ঘটে। তবে আওয়ামী লীগ নেতাদের দাবি, বিএনপি-জামায়াতই এ হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী-৬ আসনের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এমপি শাহরিয়ার আলমের নির্বাচনী সভায় যোগ দিতে মোহাম্মদ নাসিম এবং রাজশাহীর সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ নেতৃবৃন্দ চারঘাটে যাচ্ছিলেন।

এ সময় সারদা পুলিশ একাডেমির কাছে ওই গাড়িবহর লক্ষ্য করে পর পর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে তা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। চারঘাট থানার ওসি গোলাম মর্তুজা জানান, 'বিষয়টি শুনেছি। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ' এদিকে দেশের কোথাও কেউই মানছে না অবরোধ।

ঢাকা ও বাইরের জেলাগুলোতে বেড়েছে গণপরিবহন। বিশেষ করে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ছিল যানজটও। বেশির ভাগ দোকানপাট ছিল খোলা। স্পর্শকাতর এলাকা ছাড়া ফুটপাতে ছিল হকারদের হাঁকডাক। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের অনির্দিষ্টকালের অবরোধের দ্বিতীয় দিন গতকাল রাজধানী ও জেলা শহরগুলোর চিত্র ছিল অনেকটাই স্বাভাবিক।

এ ছাড়া অবরোধের সমর্থনে কোথাও বড় কোনো মিছিল, সমাবেশ বা তৎপরতা চোখে পড়েনি। তবে দু-একটি জেলায় বিচ্ছিন্ন বোমাবাজি, যানবাহনে ভাঙচুর ও অগি্নসংযোগের ঘটনা ঘটেছে। নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

ঢাকা : ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে বছরের প্রথম দিন ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে রাজপথ-রেলপথ-নৌপথে অবরোধের ডাক দেয় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বুধবারের মতো কালও অবরোধের প্রভাব ছিল না রাজধানীতে। বরং গতকাল তুলনামূলক অনেক বেশি যারবাহন নেমে আসে রাস্তায়।

এদিকে সকাল থেকেই নগরীর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সতর্ক অবস্থায়। তল্লাশি ও টহল ছিল আগের মতোই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাড়ি এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েক দিন ধরে চলা কড়াকড়িও রয়েছে অব্যাহত। দুটি স্থানেই মোতায়েন ছিল বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী। রিকশা, অটোরিকশাসহ সব ধরনের ছোট যানের পাশাপাশি সকাল থেকেই রাজধানীর অভ্যন্তরীণ রুটে চলাচল করে বাস।

প্রাইভেট কার, মাইক্রোবাসসহ ব্যক্তিগত গাড়ি চলাচলও ছিল স্বাভাবিক সময়ের মতো। পল্টন, কাকরাইল, শাহবাগ, মগবাজার, মৌচাক, মহাখালী, ফার্মগেট, সায়েদাবাদ, গুলিস্তান, পুরান ঢাকাসহ বিভিন্ন রুটে ছিল দীর্ঘ যানজট। গাবতলী, সায়দাবাদ ও মহাখালী টার্মিনাল থেকে দূরপাল্লার যান ছেড়ে না গেলেও আশপাশের জেলাগুলোর বাস চলাচল করেছে। রাজধানীর সঙ্গে বিভিন্ন জেলার লঞ্চ ও ট্রেন চলাচলও ছিল স্বাভাবিক। নগরীতে অধিকাংশ দোকানপাট ও মার্কেট ছিল খোলা।

এদিকে বিচ্ছিন্ন ঘটনায় কয়েকটি বাসে অগি্নসংযোগ করেছে দুর্বৃত্তরা। বঙ্গবন্ধু স্টেডিয়ামের তিন নম্বর গেটের সামনে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় তারা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। সন্ধ্যা পৌনে ৬টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়। পল্টন থানার ওসি গোলাম মোর্শেদ বলেন, এ ঘটনায় কউ হতাহত হয়নি।

কাউকে আটক করা যায়নি। অন্যদিকে সদরঘাট বাসস্ট্যান্ডের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে অগি্নকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর ২ নম্বরে সনি সিনেমা হলের সামনে পল্লবী সুপার পরিবহনের বাসটিতে এ ঘটনা ঘটে।

তবে মিরপুর থানার ওসি মো. সালাউদ্দিন আহমেদ বলেন, ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে অগি্নকাণ্ডের সূচনা হয়। এ ছাড়া বেশ কয়েকটি এলাকায় ঘটেছে বিচ্ছিন্ন বোমাবাজির ঘটনা। সকাল সোয়া ৭টায় খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকার একটি সড়কে শিবির ঝটিকা মিছিল বের করে। এ সময় পরপর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। বিক্ষোভ প্রদর্শন করে সড়কে টায়ার জ্বালিয়ে।

পুলিশ ঘটনাস্থলে এলে তারা পালিয়ে যায়। সকাল পৌনে ৮টার দিকে তোপখানা রোডের হোটেল বৈশাখীর সামনে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বেলা ১১টার দিকে সুরিটোলায় কয়েক যুবক হঠাৎ গলি থেকে বেরিয়ে তিন-চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। সেখানে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। আদাবর থানার এসআই আমির জানান, থানার কাছে রিং রোডের শম্পা মার্কেটের সামনে পরপর পাঁচটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা একজনকে হাতেনাতে আটক করে। দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের পাশে বটতলা গলিতে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে পালিয়ে যায় তারা। সোয়া ২টার দিকে মতিঝিলের সিটি সেন্টারের সামনে চারটি ও পুরান ঢাকার রাজার দেউড়ি গলির মুখে দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রাজবাড়ী : গোয়ালন্দ ঘাট-পোড়াদহ রুটে চলাচলকারী শাটল ট্রেনে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে পাঁচ যাত্রী আহত হয়েছেন। রেলওয়ে সূত্র জানায়, বুধবার রাত ১১টার দিকে কুষ্টিয়া থেকে রাজবাড়ী আসার সময় পাংশা উপজেলার মাছপাড়া স্টেশনের অদূরে চলন্ত ট্রেনে একটি পেট্রল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় ট্রেনে আগুন ধরে যায়। একই স্থান থেকে গতকাল সকালে চারটি পেট্রল বোমা উদ্ধার করেছে রেলওয়ে টহল পুলিশ।

সিরাজগঞ্জ : সকালে শহরের বাহিরগোলা রোডের খাদেমেরপুল এলাকায় রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে মিছিল করেছে জামায়াত-শিবির। সিরাজগঞ্জ-কাজীপুর সড়কের শাহানগাছা ডাকাতিয়া ব্রিজের কাছে কয়েকটি যানবাহন ভাঙচুর ও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে পিকেটাররা। উল্লাপাড়ায় জেলা জামায়াতের এক নেতাকে আটক করেছে পুলিশ। মৌলভীবাজার : জুড়ী উপজেলার বুয়াইবাজারে অবরোধকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ছাত্রলীগের কর্মীরা পিকেটারদের বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

এতে ছাত্রলীগের তিন ও জামায়াতের দুই কর্মী আহত হন। গাইবান্ধা : জেলায় ১৮ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে কাল পিকেটাররা শহরের ফকিরপাড়া মোড়ে তিনটি ইজিবাইক ও তুলসীঘাটে দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। দিনাজপুর : শহরের নিমনগর বাসস্ট্যান্ড এলাকায় দুপুরে একটি ট্রাক ও দুটি অটোরিকশা ভাঙচুর করেছে অবরোধকারীরা। এর আগে বুধবার রাতে একই স্থানে দুটি ট্রাক ভাঙচুর করে তারা।

এ ছাড়া শহরের বিভিন্ন প্রবেশপথে অবস্থান নিয়ে মিছিল, সভা-সমাবেশ করেছে ১৮ দলের নেতা-কর্মীরা। চাঁদপুর : বিজিবির গুলিতে যুবদল কর্মী ফারুক পাটওয়ারী নিহতের ঘটনায় গতকাল ভোর ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতাল পালন করেছে ১৮-দলীয় জোট। বিএনপি ও যুবদলের উদ্যোগে এ সময় মিছিল হয়। সকালে র্যাবের একটি টহল দল বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ধাওয়া করে।

নাটোর : অবরোধের সময় পিকেটাররা শহরের গণভবন এলাকায় চারটি ট্রাক ভাঙচুর করে।

এ সময় পিকেটারদের ছোড়া ইটের আঘাতে এক আলু ব্যবসায়ী আহত হন। কুষ্টিয়া : অবরোধের সমর্থনে ১৮-দলীয় জোটের মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। সকালে মিছিলটি কুষ্টিয়া জিলা স্কুলের সামনে পেঁৗছলে পুলিশ এতে বাধা দেয়। এ সময় সেখানে জোট নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : প্রভাকরদী ও গোপালদী এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছে ১৮-দলীয় জোট।

টাঙ্গাইল : মহাসড়কের আশেকপুর বাইপাসে অবরোধ করে বিএনপি নেতা-কর্মীরা। সকালে একটি মিছিল নিয়ে মহাসড়কের আশেকপুর বাইপাসে মিছিল করে রাস্তার ওপর অবস্থান নিয়ে অবরোধ করে তারা। রাঙামাটি : বেলা ১২টার দিকে একটি মিছিল রাঙামাটি কলেজ গেট এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।