আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে কপ্টার কেনার চুক্তি বাতিল

বহু বিতর্কের পর অবশেষে অগুস্তা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার কেনার চুক্তি বাতিল করেছে ভারত সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে ভারতের গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে। ওই চুক্তির ভাগ্য নির্ধারণ করতে বুধবার সকালে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। ওই বৈঠকে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

ভারত সরকার ২০১০ সালে ভিভিআইপি এডবি্লউ ১০১ হেলিকপ্টার কেনার জন্য ব্রিটিশ সংস্থা অগুস্তা ওয়েস্টল্যান্ডের সঙ্গে চুক্তি করেছিল। ইতালি সংস্থা ফিনমেকানিকার অন্তর্গত অগুস্তা ওয়েস্টল্যান্ডের সঙ্গে ৩ হাজার ৬০০ কোটি রুপির চুক্তিতে ১২টি হেলিকপ্টার কিনতে চেয়েছিল নয়াদিলি্ল। মূলত ভারতের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও শীর্ষস্থানীয় ভিভিআইপিদের যাতায়াতের জন্যই ওই হেলিকপ্টারগুলো কেনার সিদ্ধান্ত নিয়েছিল দেশটির বিমান বাহিনী। কিন্তু গত বছরের গোড়ার দিকে অভিযোগ ওঠে, ওই সংস্থার কাছ থেকে ঘুষ নিয়েছেন কিছু ভারতীয় সেনা কর্মকর্তা। অভিযুক্ত কর্মকর্তাদের মধ্যে ভারতের তৎকালীন বিমান বাহিনী প্রধান এস পি ত্যাগিরও ছিলেন। কিন্তু এ অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন তিনি।

ওদিকে ইতালি সরকারের তদন্তের জেরে গত বছরের ফেব্রুয়ারিতে গ্রেফতার হন সংগঠনের সিইও। তারপরই এ বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। তিনি এ বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন। গত মার্চে অ্যান্টনিও হেলিকপ্টার চুক্তিতে দুর্নীতি হওয়ার কথা স্বীকার করেন। তবে নয়াদিলি্ল চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিলেও এরই মধ্যে অগুস্তাকে মোট অর্থের এক-তৃতীয়াংশ পরিশোধের পাশাপাশি তিনটি হেলিকপ্টার গ্রহণ করেছে ভারত। এ কারণে ভারতের একটি সূত্র জানিয়েছে, চুক্তি বাতিলের ফলে আইনি ঝামেলায় পড়তে পারে নয়াদিলি্ল। এদিকে নানারকম দুর্নীতির দায়ে অভিযুক্ত কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের হেলিকপ্টার কেনা নিয়ে ঝামেলায় পড়ার বিষয়টিকে নির্বাচনের আগে ব্যবহার করতে ছাড়েনি বিজেপি। তাদের অভিযোগ, গান্ধী পরিবারের মুখ রক্ষা করতেই এ চুক্তি বাতিল করেছে দিলি্ল। বুধবার দলের মুখপাত্র প্রকাশ জাভরেকড় বলেন, শুধু কংগ্রেসের মুখ বাঁচাতেই এমন সিদ্ধান্ত নিল কেন্দ্র। যে হেলিকপ্টারগুলো কেনা হয়েছে সেগুলোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি। যদিও কেন্দ্রীয় সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সিপিএমের রাজ্যসভার সাংসদ সীতারাম ইয়েচুরি। আল জাজিরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.