আমাদের কথা খুঁজে নিন

   

প্রচারণা না থাকায় একটি বাড়ি একটি খামার প্র

প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের তালিকায় থাকা 'একটি বাড়ি একটি খামার' প্রকল্পটি সামনের দিকে এগিয়ে গেলেও প্রচার-প্রচারণা নেই বললেই চলে। প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান থেকে যেটুকু প্রচারণা চলে তার বাইরে সরকারের অন্য কোনো মন্ত্রণালয় বা দফতর থেকে চোখে পড়ার মতো কোনো প্রচারণা নেই। তাই এ প্রকল্পের নানাদিক তুলে ধরে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, অধিদফতর, পরিদফতর প্রধান, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের পত্র দিয়ে প্রকল্প সম্পর্কে প্রচারণার তাগিদ দিয়েছেন প্রকল্প পরিচালক ড. প্রশান্ত কুমার রায়। সম্প্রতি তিনি এই চিঠিটি দেন এবং চিঠির সঙ্গে প্রকল্পের বিভিন্ন পুস্তিকা, ভিডিও ফুটেজ, নতুন বছরের ক্যালেন্ডার, গানের সিডি ও এক নজরে প্রকল্পের অগ্রগতির তথ্যচিত্র পাঠিয়েছেন। এতে উল্লেখ করা হয়, এই চিঠি ও আনুষঙ্গিক তথ্য-উপাত্তের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নির্দেশিত প্রকল্প সম্পর্কে স্বচ্ছ ও ইতিবাচক ধারণা পাওয়া যাবে। দেশের দরিদ্র জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে তাদের জীবিকা নিশ্চিত করার মধ্য দিয়ে দারিদ্র্যমুক্ত দেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর আগ্রহে সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ শুরু করে 'একটি বাড়ি একটি খামার' প্রকল্পের কার্যক্রম। প্রকল্প সূত্রে জানা গেছে, এ প্রকল্পের আওতায় দেশের সব উপজেলায় ইতোমধ্যে ৩৫ হাজার ৫০০ সমিতি গঠন করা হয়েছে। বর্তমানে এই সমিতিগুলোর নিজস্ব সঞ্চয় হচ্ছে ৩৯০ কোটি টাকা। সরকারের পক্ষ থেকে বোনাস দেওয়া হয়েছে আরও ৩৯০ কোটি টাকা। এর বাইরে সরকার ঘূর্ণায়মান তহবিল দিয়েছে আরও ৬২২ কোটি টাকা। সব মিলিয়ে বর্তমানে সমিতিগুলোর মূলধন হচ্ছে ১৪০২ কোটি টাকা। এ তহবিল নিয়ে সমিতিগুলো ইতোমধ্যে হাঁস-মুরগি ও গবাদিপশুর খামার, মৎস্য চাষ, সবজি বাগান ও নার্সারি করাসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমানে এ রকম ক্ষুদ্র খামারের সংখ্যা সাত লাখ ৫ হাজার। যেখানে বিনিয়োগের পরিমাণ ৯২৫ কোটি টাকা। সূত্র জানায়, চলতি বছরের জুন মাসের মধ্যে গ্রামপ্রতি এ রকম ক্ষুদ্র সমিতির সংখ্যা দাঁড়াবে ৪০টি করে। আর এ সময়ে সারা দেশে সমিতির সংখ্যা হবে ১০ থেকে ১২ লাখ। এসব সমিতিতে বিনিয়োগের পরিমাণ হবে প্রায় ১৫০০ কোটি টাকা।

এ বিষয়ে প্রকল্প পরিচালক ড. প্রশান্ত কুমার রায় বলেন, প্রধানমন্ত্রীর নিজস্ব দর্শন ও অগ্রাধিকারে থাকা এই প্রকল্পটি ইতোমধ্যেই সারা দেশে শতভাগ সফল। কিন্তু সরকারের এই ভালো কাজের প্রচারণা নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.