আমাদের কথা খুঁজে নিন

   

বৈচিত্রময় মানুষ ।



নিয়তি বা ভাগ্য কে নিয়ন্ত্রন করার কোন উপায় মানুষের নেই । সেটি বিধাতার হাতেই সীমাবদ্ধ । তবুও মানুষ তার নিয়তি কে মাঝে মাঝে মেনে নিতে পারে না । নিয়তির প্রতারণায় সে কখনো দোষারোপ করে তার কপালের কখনো তার নিজেকেই । কেউবা কাউকে দোষারোপ করতে না পেরে জীবন থেকেই ছুটি নিয়ে নেয় ।

মানুষের চিন্তা ভাবনা গুলি কতই না আজব । লাগামহীন ভাবনায় উড়ে চলে কেউ , কেউবা স্বপ্ন বাজদের দলে , কল্পনার সাগরে হাবুডুবু খেতে খেতে কেউ হয়ে উঠে চরম বাস্তববাদী , কেউ ঘরের কোনে আবদ্ধ থেকেই সুখী , বিশাল অট্রালিকায় থেকেও কারও সুখ নেই , আবার থাকার জায়গা না থেকেও কেউ চরম সুখী । এক এক মানুষের জীবন এক এক রকম । এক এক মানুষের চিন্তা ভাবনা এক এক রকম । কেউ হয়তো তার চিন্তার অলিগলিতে প্রবেশ করে নিজেকে কাটাছেড়া করে কেউ আবার ছন্নছাড়া ভাবলেশ ভঙ্গিতে জীবন কাটিয়ে দেয় ।

দুটি মানুষের চিন্তা ভাবনা কখনো এক হয় না । তার পরও প্রাকিতিক নিয়মে পুরুষ মহিলারা এক ছাদের নীচে বসবাস করে যাচ্ছে । এখানেই হয়তো মানুষের বিশেষত্ব ,তারা যেনন ভিন্ন চিন্তা চেতনার অধীকারী তেমনি তারা দুটি চেতনাকে এক করে একটি চেতনা তৈরী করায় ও যথেষ্ট পারদর্শী । তারপরও এই গুণ সকল মানব জাতির উপর আরোপ করা যায় না । বৈচিত্র মন্ডিত মানব জাতির বৈচিত্র এখানেও বিদ্যমান ।

দুটি চিন্তা এক বিন্দুতে মেলাতে না পেরে প্রেমিকাটি প্রেমিকের কাছে হয়ে উঠে নিষ্ঠুর ,প্রেমিকার নিষ্ঠুরতায় প্রেমিক হয়ে উঠে হিংস্র । অমানবিক অথবা পাশবিক কাজ গুলো তখন ই ঘটতে থাকে । প্রেমিকাকে নিজভাবনার অংশ বানাতে না পেরে অনেক প্রেমিক জীবন থেকেই ছুটি নিয়ে নেয় । অনেকে আবার গড়ে তোলে ভালোবাসার সমাধি । চিন্তা ভাবনা গুলো কি নিয়তির সাথে জড়িত , নিয়তিই ঠিক করে দেয় চিন্তা চেতনা গুলোকে ,নাকি চিন্তা চেতনা নিয়তিকে প্রভাবিত করে ।

একটা মানুষ হয়তো তখন ই সুখী মানুষ হয় যখন তার চিন্তা ও নিয়তি এক বিন্দুতে এসে মেলে । তবুও কেউ অত্রিপ্ত থেকে যায়। তাদের কোথাও শান্তি মেলে না । তারা একটু বেশিই বৈচিত্রময় প্রজাতি । এত এত বৈচিত্রের মাঝে একটু ভিন্ন বৈচিত্র থাকবে এটাই তো স্বাভাবিক ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।