আমাদের কথা খুঁজে নিন

   

টিভি হাইলাইটস

অন্বেষণ

একুশে টেলিভিশনে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক অনুষ্ঠান 'অন্বেষণ'। বিজ্ঞানের বিভিন্ন খুঁটিনাটি বিষয়কে সহজবোধ্য করে দর্শকদের সামনে উপস্থাপন করা হয়েছে অনুষ্ঠানটিতে। বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়াও 'অন্বেষণ' অনুষ্ঠানটিতে পরিবেশ এবং সেই সঙ্গে লাইফস্টাইল সংক্রান্ত নানা বিষয় উপস্থাপন করা হবে। বিজ্ঞানের সব জটিল বিষয়কে সহজে দর্শকদের বোধগম্য করাই এই অনুষ্ঠানটির লক্ষ্য। অনুষ্ঠানটি সাধারণ দর্শকদের বোধগম্য করে সম্পূর্ণ বাংলায় নির্মাণ করেছেন জার্মানি টেলিভিশন ডয়েচে ভেলের বাংলা বিভাগের কর্মীরা।

অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেছেন ডয়েচে ভেলের বাংলা বিভাগের প্রধান দেবরতি গুহ। প্রতি শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এবং রবিবার রাত ১টা ৩০ মিনিট ও বিকাল ৩টা ৩০ মিনিটে একুশে টেলিভিশনে নিয়মিতভাবে প্রচার হবে এই অনুষ্ঠানটি।

 

হৃদয়ে মাটি ও মানুষ

খেজুরের রস সংগ্রহ, গুড় জ্বালানো, পাটালি তৈরি

গাছদের জীবন-জীবিকা ভিত্তিক প্রতিবেদন

চ্যানেল আই এর কৃষি কার্যক্রম হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে ইংরেজি নববর্ষের সূচনা প্রতিবেদন হিসেবে প্রচার হবে অবহমান বাঙালি ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ খেজুরের রস সংগ্রহ, গুড় জ্বালানো ও পাটালি তৈরিসহ গাছীদের জীবন-জীবিকা ভিত্তিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ সরেজমিন ও অনুসন্ধানী প্রতিবেদনে তুলে ধরেছেন গাছীর জীবনের পুঞ্জিভূত কষ্টগুলো। সে সঙ্গে দর্শকদের ধারণা দিয়েছেন গাছ কাটার সরঞ্জামগুলো সম্পর্কে, দেখিয়েছেন গাছ কাটার কৌশল।

ধরেছেন নানান চিত্র। চ্যানেল আইয়ে অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত ৯টা ৩৫ মিনিটে।

 

রবি রক অ্যান্ড রিদমে শুভ

এটিএন বাংলায় আজ রাত ৮টায় লাইভ মিউজিক্যাল শো 'রবি রক অ্যান্ড রিদম'। ইভা রহমানের পরিচালনায় গতানুগতিক ধারার বাইরে ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটির সঞ্চালনায় রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার এসআই টুটুল।

গানের ফাঁকে ফাঁকে উপস্থাপক অতিথির সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন। অনুষ্ঠানের আজকের পর্বে অতিথি হিসেবে থাকবেন কণ্ঠশিল্পী শুভ। অনুষ্ঠানে প্রিয় শিল্পীকে গানের অনুরোধ জানাতে এসএমএস পাঠাতে হবে ২০১০ নম্বরে।

 

নাটক 'মায়া'

টুকু মজনিউলের রচনা ও মাসুদ মহিউদ্দিনের পরিচালনায় ধারাবাহিক নাটক 'মায়া'। এতে অভিনয় করেছেন ওয়াহিদা মলি্লক জলি, রহমত আলী, লুৎফর রহমান জর্জ, শামীমা নাজনীন, শামীমা তুষ্টি, তাহমিনা সুলতানা মৌ, নাফিজা জাহান, সাঈদ বাবু, তিনু করিম, সান্সী ফারুক, নাসরীন মিশু প্রমুখ।

ধারাবাহিকটি আজ রাত ৮টা ১০ মিনিটে জিটিভিতে প্রচার হবে।

 

নাটক ইচ্ছেঘুড়ি

এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক 'ইচ্ছেঘুড়ি'। সাফায়েত মনসুর রানার রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন অপর্ণা, মিশু সাবি্বর, মাশিয়াত, স্পর্শিয়া, সুমন পাটওয়ারী, কাজী আসিফ, শ্যামল মাওলা, মুনিরা মিঠু, পার্থ বড়ুয়া, মোনালিসা প্রমুখ। 'মিশু এমবিএ শেষ করার পর একটি ম্যারেজ মিডিয়ার কর্ণধার। ফেসবুকে রয়েছে তার ভার্চুয়াল অফিস।

শ্যামল একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তার স্বপ্ন রোবট নিয়ে বাংলাদেশে এক নতুন অধ্যায় সূচনা করা। আসিফ মার্কেটিংয়ে পড়াশোনা করছে। কিন্তু নিজের ভবিষ্যৎ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে।

 

ধারাবাহিক নাটক 'চন্দ্রাবতী'

আজ রাত ৮টা ২০ মিনিটে চ্যানেল নাইনে প্রচার হবে ধারাবাহিক নাটক 'চন্দ্রাবতী'।

কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় অঞ্জন আইচ। এতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, হাসান ইমাম, সুবর্ণা মোস্তফা, বন্যা মির্জা, তিশা, আফরান নিশো, ফারুক আহমেদ, সাবেরী আলম প্রমুখ। কাহিনী সংক্ষেপ পীর বাবা ফজলু গ্রামের আলোচিত একজন ব্যক্তি। দূর-দূরান্ত থেকে মানুষ তার কাছে আসে সমস্যা সমাধানের জন্য। পীরের একমাত্র মেয়ে চন্দ্রাবতী সে খুবই চালাক এবং বুদ্ধিমতি মেয়ে।

পীর বাবার প্রধান খাদেম রিংকু, দ্বিতীয় খাদেম সুশীল। তাদের ঘিরেই এগিয়ে যায় নাটকের গল্প।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.