আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা ছেড়েছেন সাকিব

গত পরশু অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছেন সাকিব আল হাসান। গতকাল সকালে কেএফসি বিগ ব্যাস টি-২০ টুর্নামেন্টে খেলতে ঢাকা ছেড়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। বিগ ব্যাস টুর্নামেন্টে তিনি খেলবেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের পক্ষে। স্ট্রাইকার্সের পক্ষে চলমান টুর্নামেন্টে ৫, ৯ ও ১৬ জানুয়ারি তিনটি ম্যাচ খেলবেন তিনি। তাকে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জন বোথার পরিবর্তে। ইনজুরির জন্য খেলতে পারছেন না বোথা। ৫ জানুয়ারি সাকিব প্রথম ম্যাচ খেলবেন সিডনি সিঙ্ার্সের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ ৯ জানুয়ারি মেলবোর্ন স্টারস এবং ১৬ জানুয়ারি পার্থ স্কোরচার্সের বিপক্ষে ম্যাচ। অ্যাডিলেড স্ট্রাইকার্সের পক্ষে খেলার জন্য দিনকয়েক আগে দলের ডিরেক্টর অব ক্রিকেট জিমি কঙ্ মেইল করেন বিসিবিকে। বিসিবির অনুমতি নিয়েই গতকাল ঢাকা ছাড়েন সাকিব। দুই সপ্তাহ পর তিনি দেশে ফিরবেন। সাকিব এর আগে ইংল্যান্ডে ফ্রেন্ডস লাইফ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট খেলেছেন। সাকিবকে পেয়ে স্ট্রাইকার্সের কোচ ড্যারেন ব্যারি উচ্ছ্বসিত, 'দলের অধিনায়ককে (জন বোথা) মিস করাটা অবশ্য খারাপ। কিন্তু আমরা তার জায়গায় নিচ্ছি আরেকজন প্রতিভাবান ক্রিকেটারকে। যিনি কঠিন পরিস্থিতির মধ্যেও মাথা ঠাণ্ডা রেখে ক্রিকেট খেলেন।' বাংলাদেশের সাবেক অধিনায়ক টি-২০ সেরা অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে চতুর্থ। ১২৭.৫৭ স্ট্রাইক রেটে রান করেছেন ১৮৩২। বোলিংয়ে ১১৬ ম্যাচে ওভার প্রতি স্ট্রাইক রেট ৬.৬০। বিগ ব্যাস টুর্নামেন্ট ছাড়াও আগামী ৫ জুলাই লর্ডসের দ্বিশত বর্ষপূর্তি উপলক্ষে মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) ও বিশ্ব একাদশের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচে খেলবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.