আমাদের কথা খুঁজে নিন

   

সুধী সুশীল সমাজরে কউেই বলছনে না গরীবরে পক্ষরে রাজনতৈকি দল কোনটি ?



সততার মুল্যবোধ আমাদের সমাজে নতুন মাত্রা আনতে পারে,সৃষ্টি করতে পারে সত্যিকর সত্য। মানুষ কেনো অসৎ হয় ? কোন কোন কাজ সৎ কাজ আর কোন কোন কাজকে অসৎ কাজ স্বীকৃত রাষ্ট্রে, সেভাবেই গড় মুল্যবোধ গড়ে ওঠে ? রাষ্ট্রীয় মুল্যবোধ আর বর্তমান প্রচলতি সামজিক ভিন্ন ভিন্ন মুল্যবোধ অনুপাত পার্থক্য বাড়ছে। গরীবেরা খুশী হলো না মরলো তা যখন বিবেচনাহীন হয়ে আরো আরো সম্পদ, আরো আরো টাকার মালিক হওয়ার মুল্যবোধ গড়ে উঠতে উঠতে উঠতে স্বাধীন রাষ্ট্রের মুল মুল্যবোধ থেকে ভিন্ন সামাজিক মুল্যবোধ গড়ে উঠেছে। আরো আরো টাকার মালিক হওয়ার যে মুল্যবোধ সেখানে সততার নতুন পরিবর্তিত মুল্যবোধ গড়ে উঠছে। মানুষ কেনো টাকার মালিক হতে চায় ? রাষ্ট্রীয় অনিশ্চয়তা ! রাষ্ট্র্রীয় অনিশ্চয়তায় বেশী রয়েছে বস্তি ফুটপাত শহর গ্রামের গরীব মানুষ ।

সততার অনুপাত বের করা নিশ্চয়ই সম্ভব যে বেশী বেশী টাকার মালিক হওয়ার প্রতিযোগীতার এই দুনিয়ায় অসৎ কাজ কারা বেশী করছে ? বস্তি ফুটপাত শহর গ্রামের গরীব মানুষ ? নাকি রাজনৈতিক দল, মন্ত্রী এমপি নেতা,ব্যবসায়ী,শিল্পমালিক,এনজিও প্রধান,সকল পর্যায়ে সরকারী কর্মকর্তা ------------? টাকার মালিক হওয়ায় প্রতিযোগীতায় বস্তি ফুটপাত শহর গ্রামের গরীব মানুষ লটারী টিকিট কেনে টাকার মালিক হওয়ায় আশায়, সিনেমায় দেখে গরীব একসময় বড়লোক হয়ে যায়,্ আবার উচ্চমাত্রায় ভেগবিলাসি জীবনযাপন,ব্যবসায় লস,মামলা,অধিক খেলাপী ঋণের কারনে অনেক বড়লোক গরীব হয়ে যায়। হাতের পাচ আংগুল সৃষ্টি থেকেই ছোট বড় থাকে এবং কখনই ছোটটা বড় আর বড়টা ছোট হয়না। রাষ্ট্রীয় অনিশ্চয়তায় জীবন বাচাতে ছেলে মেয়ের লেখাপড়া শেখাতে অসৎ হচ্ছে, আরো আরো টাকার মালিক হতে অসৎ হচ্ছে। রাষ্ট্রীয় নিশ্চয়তা বাড়াতেই হবে। বস্তি ফুটপাত শহর গ্রামের গরীব মানুষ এর রাষ্ট্রীয় নিশ্চয়তায় জীবন যাপনের খরচ কোথা থেকে আসবে ? খরচ কোথা থেকে আসবে সে প্রশ্নে সরকার কারা তার উপর নির্ভর।

রাষ্ট্রীয় অবকাঠামো পরিচালন করেন সরকার। আর সরকার গঠন করে রাজিৈতক দল। অনেক মানুুষ আছে আমাদের দেশে যারা কোনই রাজনৈতিক দলের সদস্য নয়। যদিও ইদানিং কালের রাজনৈতিক ধারায় কারো নিরেপেক্ষ থাকার সুযোগ ঘঠছে না। রাষ্ট্র পরিচালনে কোন রাজনৈতিক দল মানুষকে বেশী নিশ্চয়তা দিতে পারে ? নিশ্চয়তা বলতে প্রত্যেক গৃহহীন পরিবারের,মানুষের, পাকা ঘর, স্বাস্থ্যসম্মত পায়খানা সুপেয় পানি,০-১৮ সকল শিশুর অবৈতনিক শিক্ষা,অসচ্ছল প্রত্যেক পরিবারকে মাসে কমপক্ষে দশ হাজার টাকা ভাতা এবং নিরাপত্ত্বা ।

টকশো পত্র পত্রিকা সেমিনারে আমাদের সুধী সুশীল সমাজ ,আমাদের প্রচার মাধ্যম, সিনেমা নাটক কোনকিছুতেই দেখাননা, বলেননা,গরীব শিক্ষিত মানুষের সমম্বয়ে রাষ্ট্র পরিচালনে সরকার গঠন করলে রাষ্ট্রীয় নিশ্চয়তা বাড়ানো সম্ভব। সমাজের বিবেক সুধী সুশীল সমাজ নিশ্চয়ই বলতে পারেন গরীব শিক্ষিত মানুষের রাজনৈতিক দল ,গরীবের পক্ষের রাজনৈতিক দল কোনটি ? আদৌ ও যদি গরীব শিক্ষিত মানুষের রাজনৈতিক দল ,গরীবের পক্ষের রাজনৈতিক দল না থাকে তাহলে আম আদমী পার্টির মত আমেরিকা ভারতের মদদে এদেশে কোন এক্সপেরিমেন্ট এর পরামর্শ সমাজের বিবেক সুধী সুশীল সমাজের কাছ থেকে সকল গরীবেরর জন্য আছে কি ? সমাজের বিবেকদের মধ্যে শয়তান আমেরিকা দালালেরা ভারতের দালালেরা যতদিন থাকবেন ততদিন গরীবের আশ ভরসার দোলনাতেই দুলতে হবে। প্রতিষ্ঠিত হতে থাকবে সততার আদলে অসততার নতুন পরিবর্তিত মুল্যবোধ। চলতেই থাকবে টাকার মালিক হওয়ার প্রতিযোগীতা। মন্দের ভালো হতে থাকবে অপেক্ষা ২০২১,২০৪১,২০৫০।

(চলবে)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.