আমাদের কথা খুঁজে নিন

   

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন!




জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন,
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন।

অঙ্ক কষে যায় কী জানা প্রানের মানে,
ছন্দ গুনে কাব্য কী কেউ লিখতে জানে,
পথ মেপে তো যায় না জানা দূরের মানে,
মানুষ যদি,- মনের বাঁশী বাজাও প্রানে!

তোমার চোখের অন্ধ কোলে প্রদীপ জ্বেলে,
স্বপ্ন, সে তো নিজেও স্বপ্ন দেখতে জানে,
মানুষের নেই উচু-নিচু-জাত-কাঁটাতার ভেদ,
মাটির ফানুস, মাটিরই ফুল, অচিন নিরুদ্দেশ!


















*** ইমন জুবায়ের ভাই, উনার সম্পর্কে আর কী বলার আছে? শ্রদ্ধা জানাই গুরু, যদিও সেই ভাষা আমাদের জানা নেই! উনার দুইটা লাইন নিয়ে একটা গান রচনা করার চেষ্টা করেছি, আমাদের সুর-ম্যান সুর করে জানাবে! ভাল থেক ইমন ভাই, আমরা তোমাকে ভুলি নাই!

* ইমন ভাইয়ের ছবি নিয়েছি- ইখতামিনের উন্মুক্ত ব্লগ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.