আমাদের কথা খুঁজে নিন

   

সুশিক্ষিত জাতি মাত্রই স্বশিক্ষিত নয়।

সিরাতুল মুস্তাকিম চাই, সে সমস্ত লোকের পথ, যাদেরকে আল্লাহ নেয়ামত দান করেছেন, তাদের পথ নয়, যাদের প্রতি আল্লাহের গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে **** দ্বীনের ব্যাপারে কোন জবরদস্তি বা বাধ্য-বাধকতা নেই। নিঃসন্দেহে হেদায়াত গোমরাহী থেকে পৃথক হয়েগেছে

খালেদা জিয়াকে 8 পাশ বলে বিদ্রুপ করা কিছু ব্যাক্তির ফ্যাশনে পরিণত হয়েছে কারণ তেনারা বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী নিয়ে এসছেন। কিন্তু তাই বলে বিদ্যার গর্ব দেখাতে হবে? ওনারা দুটি প্রতিষ্টিত উক্তি ভূলে গেছেন বোধহয়-

1. সুশিক্ষিত জাতি মাত্রই স্বশিক্ষিত নয়।
2. গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন,
নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।

হতে পারেন তিনি 8 পাশ কিন্তু মনে রাখতে হবে রাষ্ট্র পরিচালনার জন্য পিএইচডি ডিগ্রীর প্রয়োজন নেই দরকার দক্ষতা, আর সেই দক্ষতা আছে বলেই তিনি 2বার রাষ্ট্র পরিচালনা করেছেন।

যারা বিদ্যার গর্ব দেখায়, তাদের স্বশিক্ষা নিয়ে আমার মনে প্রশ্ন জাগে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।