আমাদের কথা খুঁজে নিন

   

স্টক ফুরাচ্ছে পূর্ণিমার

মিষ্টিমেয়ে পূর্ণিমার ছবির স্টক ফুরিয়ে আসছে। বেশ ক'বছর ধরে নতুন কাজ হাতে না নেওয়ায় আগের তিনটি ছবিই এখন তার শেষ সম্বল। এগুলো হচ্ছে লোভে পাপ পাপে মৃত্যু, ছায়াছবি, টু বি কন্টিনিউড। এর মধ্যে সোহানুর রহমান সোহানের 'লোভে পাপ পাপে মৃত্যু' এ মাসেই মুক্তি পাচ্ছে। আর তার হাতে থাকল মাত্র দুটি ছবি।

মানে এ নায়িকার ছবির ঝুলি ক্রমেই তলানিতে পড়ছে। ২০১০ সালে বিয়ের পর থেকে স্বামীর বাধার মুখে পূর্ণিমা অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন। ফলে নতুন ছবিতে কাজ করতে না পারায় বড় পর্দা থেকে নির্বাসিত হতে থাকেন জনপ্রিয় ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা। তার ভক্তদের আক্ষেপ এ বছরই তার বাকি দুটি ছবি মুক্তি পেয়ে গেলে পূর্ণিমাকে কি আর বড় পদাঁয় খুঁজে পাওয়া যাবে না? তাহলে কি সত্যিই জননন্দিত নায়িকা পূর্ণিমা হারিয়ে যাচ্ছেন? যদিও এই নায়িকা সম্প্রতি ঘোষণা দিয়েছেন প্রয়োজনে স্বামী সংসার ত্যাগ করে হলেও এ বছর আবার চলচ্চিত্রে নিয়মিত হবেন। এখন দেখা যাক কি হয়।

সময়ই বলে দেবে তার চলচ্চিত্র ভবিষ্যৎ। ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত 'এ জীবন তোমার আমার' ছবির মাধ্যমে নায়িকা হিসেবে পথচলা শুরু করেন পূর্ণিমা। এর আগে স্বপন চৌধুরী পরিচালিত 'শত্রু ঘায়েল' ছবিতে অভিনয় করেছিলেন শিশুশিল্পী হিসেবে। তবে প্রযোজক মতিউর রহমান পানুর হাত ধরে চলচ্চিত্রে এলেও প্রথম ছবিতে সাফল্য পাননি পূর্ণিমা। কিন্তু পরবর্তী সময়ে পূর্ণিমা নিজেকে শীর্ষ নায়িকার পর্যায়ে নিয়ে যান।

অভিনয় করেন শতাধিক ছবিতে। এসব ছবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 'সুলতান', 'মনের মাঝে তুমি', 'মেঘের পরে মেঘ', 'হৃদয়ের কথা', 'শাস্তি', 'সুভা', 'রাক্ষুসী', 'আকাশছোঁয়া ভালোবাসা', 'মনের সাথে যুদ্ধ', 'ওরা আমাকে ভালো হতে দিলো না'। কাজী হায়াৎ পরিচালিত 'ওরা আমাকে ভালো হতে দিলো না' ছবির জন্য পূর্ণিমা সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.