আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচন গ্রহণযোগ্য হবে: কামরুল

ফাইল ছবি


ফাইল ছবি
রোববার ঢাকা-৭ আসনে চকবাজার শিশু হাসপাতাল ভোটকেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বিরোধী দলহীন নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকায় এ নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না জানতে চাইলে কামরুল বলেন, “ঢাকার বাইরে কিছু সংঘর্ষ হয়েছে। তবে ঢাকায় ভালভাবে ভোটগ্রহণ চলছে। গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতেই এ নির্বাচন।
“এখানে আমেজপূর্ণ পরিবেশে ভোটগ্রহন চলছে।

নির্বাচন অবশ্যই গ্রহণযোগ্য হবে। ”
পরবর্তী নির্বাচন কবে নাগাদ হবে-প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, “বিরোদী দল জামাতের সংসর্গ ত্যাগ করে নাশকতা পরিহার করার পরই আলোচনার ভিত্তিতে সে নির্বাচন হবে।
“বিষয়টি তাদের আচরণের ওপর নির্ভর করবে। যতো দ্রুত তাদের আচরণ বদলাবে ততো দ্রুত পরবর্তী নির্বাচন হবে। ”
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে একই কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিন।


সকাল সোয়া ১০টার দিকে সোয়ারিঘাট ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “কিছু কিছু কেন্দ্রে ভোটগ্রহণে বিশৃঙ্খলা হচ্ছে। ”
একই কেন্দ্রে কিছু সময় পর স্বতন্ত্র প্রার্থী হাজী সেলিম ভোট দেয়ার পর সাংবাদিকদের বলেন, “মোস্তফা জালাল মহিউদ্দিন আমার সাবেক নেতা। বিগত চারদিন ধরে আমার নামে বিভিন্ন রকম অভিযোগ করছে। সে অন্যায় করলেও আমি অভিযোগ করতে পারি না। ”
বেলা পৌনে ১২টা পর্যন্ত পুরাণ ঢাকার এ আসনে ১০টি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার সংখ্যা খুবই কম।

শুধু ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ভোটারের উপস্থিতি তুলনামূলক বেশি।
সকাল সাড়ে ৯টার দিকে কে এম বাশার প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আব্দুল বাসেত মণ্ডল জানান, মোট ১২টি ভোট পড়েছে।
বেলা ১২টার দিকে বদরুন্নেসা মহিলা মহাবিদ্যালয় ভোটকেন্দ্র ফাঁকা দেখা যায়। কেন্দ্রের বিভিন্ন কক্ষ থেকে পোলিং এজেন্টরা জানান, কেন্দ্রের মোট দুই হাজার ৫৪৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন প্রায় ২০০ জন।
কেন্দ্রগুলোতে আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী হাজী সেলিমের পোলিং এজেন্টদের উপস্থিতি থাকলেও অন্য স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ রিয়াজ উদ্দিনের পোলিং এজেন্টদের উপস্থিতি কম রয়েছে।


এ আসনে মোট ১২০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। ভোটার রয়েছেন তিন লাখ ১২ হাজার ৮৯জন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.