আমাদের কথা খুঁজে নিন

   

নাটোরে প্রায় ভোটার বিহীন নির্বাচন চলছে

নাটোর জেলার চারটি সংসদীয় আসনের মধে আজ রবিবার নির্বাচন হচ্ছে একমাত্র নাটোর-৩ সিংড়া আসনে। সকাল থেকেই আসনে ১১৮টি কেন্দ্রের ৬০৭টি বুথে ভোটার উপস্থিতি একেবারেই কম হওয়ায় নির্বাচন চলছে প্রায় ভোটার বিহীন।

তবে বেলা বাড়ার সাথে সাথে স্থানীয় মহাজোট, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য চাপ দিতে দেখে গেছে।

সকাল ১১টার কিছু সময় আগে সিংড়া উপজেলা সদরের দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৮৫২ ভোটের মধ্যে প্রায় দুইশত ভোটার, মাঝগ্রাম সরকারি  প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৬২৭ ভোটের মধ্যে ১৩২ ভোটার এবং শেরকোল হাইস্কুল কেন্দ্রে ৩২৮৭ ভোটারের মধ্যে ১৪৯ জন ভোটার ভোট দিয়েছেন বলে জানিয়েছেন সেসব কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারগন।

এদিকে নিয়ম অমান্য করে কেন্দ্রের ভিতরে চলনবিল মহিলা কলেজের অধ্যক্ষ স্থানীয় আওয়ামী লীগ নেতা উমেদ আলী অবস্থান নিয়ে আছেন খবর পেয়ে  রির্টানিং অফিসার ও নাটোরের জেলা প্রশাসক জাফর উল্লাহ তাকে বের করে দেন।

অন্যদিকে ভোটাধিকার প্রয়োগ করার জন্য বাড়ি বাড়ি গিয়ে বাড়ি থেকে বিএনপি জামায়াত কর্মী সমর্থকদেরও আওয়ামী লীগ কর্মীরা উঠিয়ে ভোট কেন্দ্রে নেয়ার চষ্টো করছে বলে অভিযোগ পাওয়া গেছে। আসনটিতে মোট ভোটার ২লাখ ৪৭হাজার ১৭৭জন। এর মধ্যে  পুরুষ- ১ লাখ ২২ হাজার ২২১ এবং মহিলা ১ লাখ ২৪ হাজার ৯৪৬জন।

নির্বাচনে ১২৩জন প্রিজাইডিং অফিসার, ৬৩৮জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১২৭৬জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছে।   নাটোরের জেলা প্রশাসক জাফর উল্লাহ, পুলিশ সুপার ডক্টর নাহিদ হোসেন ছাড়াও এলাকায় পর্যাপ্ত পরিমান ম্যাজিষ্ট্রেট, সেনা সদস্য, বিজিবি, র‌্যাব ও পুলিশ মোতায়েন এবং ভ্রাম্যমান টহল রয়েছে।

মোটামুটি শান্তিপূর্ন নিরুত্তাপ ভাবেই ভোট গ্রহন চলছে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.