আমাদের কথা খুঁজে নিন

   

গাইবান্ধায় ৭৫ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

ভোটারদের উপস্থিতির হার কম এবং নানা বিশৃঙ্খলার মধ্য দিয়ে গাইবান্ধার চারটি আসনে আজ রবিবার দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত (বেলা ৩টা পযন্ত) চারটি আসনের ৪৬৫টি কেন্দ্রের মধ্যে ৭৫টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

এর মধ্যে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ছয়টি কেন্দ্র, গাইবান্ধা-২ (সদর) আসনে তিনটি, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) ২৬টি এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) ৪০টি কেন্দ্র রয়েছে। ব্যালট পেপার পুড়িয়ে দেয়া, ছিনতাই এবং ভোটকেন্দ্রে হামলার কারণে এসব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলার বেকাটারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালে দুপুর ১২টার দিকে ব্যালট পেপারে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। পলাশবাড়ি উপজেলার সমস্ত এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে পৌর এলাকার ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হলেও পরে পাঁচটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

অন্যদিকে পলাশবাড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার বেশিরভাগ কেন্দ্রে দুপুর ১টা পর্যন্ত ব্যালট পেপার, বাক্স ও কর্মকর্তারা পৌঁছাতে পারেননি বলে এলাকার মানুষ অভিযোগ করলেও জেলা নির্বাচন অফিস ও কন্ট্রোল রুম থেকে এসব বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.