আমাদের কথা খুঁজে নিন

   

মাইক্রোসফট অ্যাক্সেস ২০১৩ শুরু থেকে শেষ [পর্ব-০৪] :: Customer টেবিল তৈরী করা।

Home রিবন থেকে View অপশনে ক্লিক করে Design View সিলেক্ট করুন ।

 
Save As ডায়ালগ বক্স আসবে টেবিলের নাম দিন Customer

ওকে করুন Table Sheet পাওয়া যাবে।

ডাটাবেজের শুরুতেই বিভিন্ন ধরনের Field তৈরী করে পরে ডাটা এন্ট্রি করতে হয়।
এখন আমরা নিজেরা ফিল্ড তৈরী করব।
১।

Field Name এর প্রথম লাইনে টাইপ করুন Cust_ID এবং কীবোর্ড থেকে একবার Tab/Enter কী প্রেস করুন। Data Type এর প্রথম ঘরে Cursor অবস্থান করবে এবং ড্রপ ডাউনে ক্লিক করে ShortText সিলেক্ট করুন ।

কীবোর্ড থেকে আবারোও দুইবার এন্টার কী প্রেস করুন Field Name এর দ্বিতীয় ঘরে Cursor অবস্থান করবে।
২। Name লিখে ৩ বার এন্টার কী প্রেস করুন ।

এভাবে Address, City, Credits লিখুন। তবে Data Type এর ঘরে ক্রেডিট হলে Currency, সময় হলে Date/Time, সংখ্যা হলে Number সিলেক্ট করুন।

শেষে Save দিন।
১। নেভিগেশন বার থেকে Customer লেখা টেবিলটি Right Click করে Open করুন।

Save চাইলে Save করুন।

একটি ফাকা Field আপনার সামনে খুলে যাবে।

২। C001 লিখে কীবোর্ড থেকে এন্টার কী প্রেস করুন। এভাবে Name, Address, City, Credit লিখুন-

Currency তে Dollar এর পরিবর্তে টাকা দিতে চাইলে Control Pannel থেকে Resional Setting এ গিয়ে পরিবর্তন করুন।


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.