আমাদের কথা খুঁজে নিন

   

নিয়ে নিন বাছাই করা কিছু কাজের Soft কম মেগাবাইটের

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

অনেকে বলল হোছাইন ভাই ছোট কম সাইজের কিছু সফট চাই, আশা করি আপনার  থেকে পাবো। আমি তাদের বলেছিলাম আমার কাছে কিছু আছে অবশ্যই পাবেন, তাই আজও  আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আমার পছন্দের বাছাই করা কম মেগাবাইটের কিছু কাজের সফট , এই সফট গুলো আমাদের সবার কাজে আসবে।

  তাহলে আসুন এক এক করে সফট গুলো দেখে নিই আর ডাউনোড করে নিয়।
১। Clock Bangla: বাংলাতে সুন্দর একটি ঘড়ি, এটাতে আপনার সময় এবং টাইম শো করবে।

২। CoolPlayer: Mp3 গান শুনার জন্য দারুন একটি প্লেয়ার।



৩। 3DP_Chip: যাদের পিসির মাদার বোর্ডের সিডি হারিয়ে বা নষ্ট হয়ে গেছে, তাদের জন্য অতি প্রয়োজনীয় সফট।

উপরের তিনটি সফট ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ।
৪।

Bangla Dictionary:
বাংলা/ইংরেজী শব্দ জানার কাজের এক ডিকশনারী। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন...।

৫। NewFolder.exe Removal: অনেক সময় অসাবধান বশত পিসিতে মেমোরী/পেনড্রাইভ থেকে NewFolder.exe ভাইরাস পিসিতে ছড়িয়ে পড়ে, এই সফট দিয়ে আপনি NewFolder.exe সহজে দুর করতে পারবেন।

৬।

Photo Copier:
যাদের স্ক্যানার আর প্রিন্টার আছে তারা এই সফ্টওয়্যার দিয়ে খুব সুন্দর ভাবে ফটোকপি করতে পারবেন।

NewFolder.exe আর Photo Copier ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ইনশাআল্লাহ আগামী পূর্বে আরো কিছু কম মেগাবাইটের সফট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত। ।


আল্লাহ হাফেজ

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.