আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধু শব্দের প্রকৃত অর্থ

ফেসবুক লিংক: http://fb.com/Lonelymaruf

বন্ধু শব্দের অর্থ জানেন? জানেন না, আসুন শিখাই।

বন্ধু একটি বেঈমানির নাম,বন্ধু একটি মিথ্যা অভিনয়। এই পৃথিবীতে কেউ কারো বন্ধু নয়।

একজন মানুষের সাথে কয়েকবছর থেকেও তাকে চেনা যায় না, আবার কয়েকদিনেই তার আসল চেহারা বের হয়। সবাই মুখোসধারী শয়তান।



বন্ধু মানে বিশ্বাস? ভুল জানেন, বন্ধু মানে বিশ্বাসঘাতকতা, বিশ্বাসের অভিনয়মাত্র।

আপনার দুঃসময়ে আপনার বুকে ছোড়া কে মারবে জানেন? যাকে এতদিন মনেপ্রানে আপন ভেবে আসছেন সেই। এমনভাবে মারবে যে চাইলেও ছোরাটা বের করে ফেলে দিতে পারবেন না, আবার ছোরার যন্ত্রনাও সহ্য করতে পারবেন না। ধীরেধীরে আপনাকে তলিয়ে ফেলবে।

যাইহোক, আমাকে যাদের ভালো লাগে না, তারা প্লিজ আমাকে ছেরে চলে যান।

আমার সাথে কোন যোগাযোগ না রাখলেই আমি অনেক খুশি হবো। খুব খুশি হবো।
আমার মত একজন না থাকলে আপনার কিছুই হবে না। আপনার জীবন সুন্দর হোক।

আমি কারো বন্ধু নই, কারোনা।

কারো বন্ধু হতেও চাই না।

বন্ধু নামক জঘন্য শব্দটাকে আমি খুব খুব ঘৃনা করি, খুব!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.