আমাদের কথা খুঁজে নিন

   

গ্রেট ব্লু হোল

গ্রেট ব্লু হোল রয়েছে বাহামায়। এগুলো আসলে ক্যালসিয়াম কার্বনেটের তৈরি পানির নিচে আশ্চর্য গুহা। বাহামার বিলিজ শহরের ৬০ মাইল পূর্বে লাইট হাউস রিফে আছে এই ব্লু হোলগুলো। হোলের ভেতর পুরো আলাদা একটা জগৎ। এমনও অনেক নতুন প্রজাতির জলজ প্রাণীর খোঁজ সেখানে পাওয়া গেছে।

প্রায় ৬৫ হাজার বছর আগে পৃথিবীতে শেষবারের মতো বরফ রাজত্ব করেছে। পৃথিবীর সব পানি তো জমে জমে জড়ো হয়েছিল মেরু অঞ্চলে। সমুদ্রপৃষ্ঠও তাই তখন ছিল এখনকার চেয়ে অনেক নিচুতে। বাহামাতে তখন সমুদ্রপৃষ্ঠ ছিল এখনকার চেয়েও আরও ১৫০ মিটার নিচুতে। তখন ক্যালসিয়াম কার্বনেট জাতীয় পদার্থ জমে তৈরি হলো পাথর।

সেই পাথর দিয়ে সৃষ্টি হলো কেভের বিশাল কাঠামো। কিন্তু যখন বরফ আবার গলতে শুরু করল, সাগরের পানির উচ্চতাও বাড়তে শুরু করল। পানির নিচে ডুবে গেল সেই কাঠামো। মোটামুটি আজ থেকে ১০ হাজার বছর আগে পুরো কেভ নেটওয়ার্কই একেবারে পানির নিচে ডুবে গেল। আর তখনই কয়েক জায়গার পাথর ভেঙে সৃষ্টি হলো এই ব্লু হোলগুলো।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।