আমাদের কথা খুঁজে নিন

   

জানালা ৭/৮/৮.১ এর বুটেবল পেনড্রাইভ নিজেই তৈরি করুন…..

আজ আমি শেখাবো কি ভাবে বুটেবল পেনড্রাইভ বানাতে হয়। তাহলে চলুন কিভাবে পেনড্রাইভ বুটেবল বানাবেন।
প্রয়োজনীয় উপকরন:
১)একটি পেনড্রাইভ নূন্যতম 4GB হতে হবে 8GB হলে আরও ভালো।
২)নিম্নে দেওয়া লিংক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন-----
Download Here
পাসওয়ার্ড:engineerreza.com
ডাউনলোড করার পর সফটওয়্যার টি খুলুন, খোলার পর নিচের মত দেখতে পাবেন

এরপর Quick Format চেক বাক্সে টিক চিহ্ন দিন এবং Do it! বোতামে চাপ দিন।

নীচের মত আসবে....

OK বোতামে চাপ দিন, পেনড্রাইভ টি বিন্যাস হওয়া শুরু করবে…

বিন্যাস হওয়ার পর নীচের মত আসবে

Thanks! বোতামে চাপ দিন, নীচের মত আসবে

Drop Source of Click লেখাটায় চাপ দিন নীচের মত আসবে

এরপর আপনার জানালা ৭/৮/৮.১ এর ISO ফাইলটি যেই Drive এ আছে সেটা Browse করে দেখিয়ে দিন…

Open বোতামে চাপ দিন, নীচের মত আসবে।



Do it! বোতামে চাপ দিন, নীচের মত আসবে

এরপর নীচের মত আসবে

পেনড্রাইভ বুটেবল হচ্ছে…..

শেষ হওয়ার পর নীচের মত আসবে

এরকম আসলে পেনড্রাইভটি এখন বুটেবল হয়ে গেছে। এখন আপনি এই পেনড্রাইভ দিয়ে জানালা সেট-আপ দিতে পারবেন।
সেট-আপ দেওয়ার পূর্বে করনীয়:
অবশ্যই বায়োস থেকে আগে 1st Boot Pendrive নির্বাচন করতে হবে। এবার আপনার পিসি/ল্যাপটপ পুনরারম্ভ করুন।
এবার নিশ্চিন্তে জানালা সেট-আপ শেষ করুন।


আমার পোষ্ট টি পূর্বে প্রকাশিত এখানে।
চাইলে আমার ওয়েব সাইট থেকে ঘুরে আসতে পারেন এখানে।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।