আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দরবনে ২ দল বনদস্যুর বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধ ৪

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব সুন্দরবনের বনদস্যু মাস্টার বাহিনী ও কামাল বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে মাস্টার বাহিনীর প্রধান আলী শেখসহ (৩৮) চার বনদস্যু গুলিবিদ্ধ হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে বাগেরহাটের শরণখোলা রেঞ্জের দুবলার চরসংলগ্ন কোকিলমনি ফরেস্ট ক্যাম্পের সিঁতার খাল এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবদ্ধি বাহিনী প্রধান আলী শেখ একটি একনলা বন্দুক ও তিন রাউন্ড গুলিসহ রাত ১০টার দিকে কোকিলমনি কোস্টগার্ড স্টেশনে এসে আত্মসমর্পণ করেন। তার বাহিনীর গুলিবিদ্ধ অন্য তিন সদস্যকে প্রতিপক্ষ কামাল বাহিনী ধরে নিয়ে গেছে।

বর্তমানে আহত আলী শেখকে কোস্টগার্ডের সহায়তায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কোস্টগার্ড পশ্চিম জোন এঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

পশ্চিম জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আতিকুর রহমান জানান, মঙ্গলবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বনদস্যু বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে কামাল বাহিনীর অস্ত্র ও জনবল বেশি হওয়ায় মাস্টার বাহিনী তাদের কাছে পরাস্ত হয়। এতে বাহিনী প্রধান আলী শেখ ও তার বাহিনী আরো তিন সদস্য গুলিবদ্ধি হয়।

গুলিবদ্ধি অবস্থায় আলী শেখ কোস্টগার্ড ক্যম্পে এসে আত্মসমর্পণ করায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিতৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনার পর পর গুলিবিদ্ধ দস্যুদের উদ্ধারে সুন্দরবনে তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে কোস্টগার্ডের ওই কর্মকর্তা জানিয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।