আমাদের কথা খুঁজে নিন

   

সংখ্যালঘুদের নিরাপত্তায় সরকার ব্যর্থ

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ও রুখে দাঁড়াও বাংলাদেশ-এর আহ্বায়ক অ্যাড. সুলতানা কামাল বলেছেন, দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর নির্যাতন, আক্রমণ, হামলা হলেও সরকার এদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারেনি। তাই দেশের সুশীল সমাজ মনে করে এ ক্ষেত্রে সরকার পুরোপুরি ব্যর্থ। তিনি আরও বলেন, স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তি এদেশকে কার্যত পাকিস্তান বানানোর অপচেষ্টা নিয়ে সংখ্যালঘুদের ওপর আক্রমণ, হামলা ও জমি দখল করে তাদের দেশ থেকে বিতাড়িত করতে কাজ করে যাচ্ছে। এই অপশক্তিকে রুখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে আর সংখ্যালঘুদের মনোবল বৃদ্ধি ও সাহস জোগাতে রুখে দাঁড়াও বাংলাদেশ কাজ করছে বলে তিনি জানান। তিনি গতকাল সকালে আইন ও সালিশ কেন্দ্রের এইচ আর ডি এফ-এর আয়োজনে লালমনিরহাটের ধাইরখাতা এলাকায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু হিন্দু পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে গিয়ে এসব কথা বলেন। এ সময় তিনি কুলাঘাট এলাকার ক্ষতিগ্রস্ত হিন্দুদের সঙ্গে কথা বলেন। -লালমনিরহাট প্রতিনিধি

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.