আমাদের কথা খুঁজে নিন

   

নির্ভুল মানবী



আমাকে দিতে পারতে একটি গোলাপ কিংবা দুটো রজনীগন্ধার ডাঁটা
কিংবা সাদা কাগজের ফুল বানিয়ে দুটো কথা লিখে দিতে পারতে
আমাকে নিয়ে নরম নদীর তীরে বসে দুটো কথার গল্প বলতে পারতে
কিংবা বাকাঁচাদের রাতে ছাদে নিয়ে অন্তত একটু আদর দিতে পারতে।

আর কিছু না হোক আমাকে নিয়ে থাই কিংবা চাইনিজে নিয়ে পাশাপাশি বসে
রঙিন গেলাসে কিছু পানীয় পান করাতে পারতে, কিংবা কমদামী একপ্লেট এ্যাগরাইস
খাওয়াতে পারতে, নয়তো পাবলিকে পার্কে নিয়ে একটি শীত বিকেল কাটাতে পারতে
নয়তো অরণ্যের বৃক্ষতলে বসে অভিনয়ে 'ভালোবাসি' কথাটি বলতে পারতে।

কিংবা একটি রিক্সা ভ্রমণে ঘোরাতে পারতে অভিজাত এলাকার এরিয়া
ভুল করে আবার তুমি ছোটবেলার মতোন বউ বউ খেলাতে পারতে
নয়তো উচ্চ মাধ্যমিক শরীর নিয়ে উচ্চতর গণিতের অঙ্ক শিখতে আসতে পারতে
তুমি আবার কবিতার বইয়ের ভাঁজে গোলাপ ফুলটিকে শুঁটকি মাছ বানাতে পারতে।

তুমি আর কিছুই পারোনা ভুল করেও ভুল করোনা, এমন নির্ভুল মানুষ তুমি আজ
কত ব্যবধান তোমাতে আমাতে, কত ভিন্ন আজ তোমার আমার সমাজ।
০৮.০১.২০১৪


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.