আমাদের কথা খুঁজে নিন

   

ভবিষ্যতের গাড়ি হিরিকো

সাধারণ একজন মানুষ ব্যস্ততম নগরজীবনে যানজট এক চরম ভোগান্তির কারণ। তদুপরি রয়েছে পার্কিং সমস্যা। গাড়ির মালিক যেমন গাড়ি পার্কিংয়ের সময় বিড়ম্বনার শিকার হন তেমনি বাড়ে জনদুর্ভোগ। এসব সমস্যার কথা মাথায় রেখে ইউরোপের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিরিকো এবার বাজারে আনছে ভাঁজ করা যায় এমন একটি বিলাসবহুল গাড়ি। অর্থাৎ রাস্তায় কোথাও জ্যাম বেঁধে গেলে গাড়িটি ভাঁজ করে ছোট করে নিয়ে অল্প জায়গা দিয়ে অনায়াসে পার হয়ে যাওয়া যায়।

গাড়িটির আরেকটি বৈশিষ্ট্য হলো এটি বিদ্যুৎচালিত। অর্থাৎ গাড়ির সঙ্গে যুক্ত ব্যাটারি বিদ্যুতের সাহায্যে চার্জ দিয়ে একনাগাড়ে ৭৫ মাইল পর্যন্ত চালানো সম্ভব। আরও একটি সুবিধা হলো গাড়িটি ভাঁজ করে প্রয়োজনে যে কোন ছোট জায়গায় রাখা যেতে পারে। তবে এর দাম কিন্তু আকাশছোঁয়া। বাংলাদেশী অর্থে ১ কোটি ২০ লাখ টাকা পড়বে গাড়িটির দাম।

আপাতত পরীক্ষামূলকভাবে ইউরোপের বিভিন্ন দেশে গাড়িটি চলছে। ২০১৩ সালে এটি বিশ্ববাজারে ছাড়বে হিরিকো। Range 120 km (75 mi)[1] Length maximum 2,500 mm (98.4 in) Kerb weight 500 kg (1,100 lb) সূএ;ডিশকভারি চ্যানেল ও google ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।