আমাদের কথা খুঁজে নিন

   

কোন ব্যক্তি আপনার সাইটে মন্তব্য করার পর অটোমেটিক আপনার কাছ থেকে ধন্যবাদ পাবে

সবাই কেমন আছেন । সাধারনত সাইটে মন্তব্য করার পর আমরা আবার ওই পোস্টে ফিরে আসি । কিন্তু যদি এমন হয় মন্তব্য করার পর অন্য একটা পেজে নিয়ে যাবে যেইটাতে আপনি ওই মন্তব্যদাতার জন্য কিছু কথা লিখে রাখছেন । যেমন দরুন আপনি মন্তব্য করলেন এখন আপনি রিডাইরেক্ট করে অন্য একটা পেজে চলে গেলেন যেখানে এই বার্তাটা দেওয়া আছে
"মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার মন্তব্যটি এপ্রুভ এর অপেক্ষায় আছে ।

আবার আসবেন ।

মূল সাইটে ফিরে যান
(পোস্টে ফিরে যান)"
দেখুন জিনিসটা কেমন লাগে? দেখুন এখানে কিন্তু মন্তব্যদাতা পরবর্তীতে মন্তব্য করতে উত্সাহ পাবে । চলুন তাহলে এবার দেখি এইটা কীভাবে করতে হয় ।
প্রথমে আপনার সাইটে একটা পেজ বানান Dashboard=>page=>add-new তে গিয়ে । তারপর title এ দিন thank you এবং description এ আপনি যেইটা দেখাতে চান সেইটা দিন ।


তারপর description এর সবার নিচে এই কোড টা যুক্ত করে দিন যাতে thank you পেজে আসার পর আবার এখানে ক্লিক করে মূল পোস্টে যেতে পারে । তারপর পেজটা প্রকাশ করুন । পেজের লিংটা কপি করে রাখুন ।
<a style="cursor: pointer;" onclick="location.href = document.referrer;" onmouseover="this.style.cursor='pointer'">পোস্টে ফিরে যান</a>

এখান আপনার থিমের functions.php খুলুন ,নিচের কোডটা সবার নিচে ?> এই ট্যাগের পূর্বে বসিয়ে দিন ।

এখানে http://www.geniusitzone.com/thanks.html এ লিংটাকে আপনার পেজের লিংটা দিয়ে দিবেন ।

তারপর আপনি নিজে একটা মন্তব্য করে দেখুন কাজ হয় কিনা । আমার সাইটেও মন্তব্য করে দেখতে পারেন

ধন্যবাদ সবাইকে ,নতুন নতুন সব আপডেট পেতে আমাদের সাথেই থাকুন । ওয়ার্ডপ্রেসের দারুন দারুন সব পোস্ট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে পারেন । আমাদের সাইটের সকল পোস্টের আপডেট আপনি অটোমেটিক পেয়ে যাবেন ।
প্রিয় প্রযুক্তি ব্লগার ভাই ও বোনেরা আপনারা নিশ্চয় অবগত আছেন একে অপরকে প্রযুক্তি বিষয়ে সহযোগিতার প্রত্যয় নিয়ে জিনিয়াস আইটি জোন যাত্রা শুরু করেছিলো ।

তার ধারাবাহিকতায় নিয়মিত জিনিয়াস আইটি জোন আপনাদের বিভিন্ন নতুন নতুন তথ্য দিয়ে আসছে,আসলে একজন লেখককে টাকা বা পুরস্কারের মাধ্যমে তার প্রাপ্ত মুল্যায়ন কখনো করা সম্ভব নয়, তবুও লেখকদের মাঝে উৎসাহ বাড়াতে এখন থেকে প্রতি ১ সপ্তাহ পর পর সেরা লেখক ও  সেরা মন্তব্যকারিদের বিশেষ  সম্মাননা ( পুরস্কার ) দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জিনিয়াস আইটি জোন কতৃপক্ষ !

তাই আপনার প্রযুক্তি বিষয়ক সকল অভিজ্ঞতা জিনিয়াস আইটি জোন পাঠকদের মাঝে শেয়ার করুন   এবং জিতে নিন সেরা প্রযুক্তি ব্লগার সম্মাননা !

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.