আমাদের কথা খুঁজে নিন

   

ব্যক্তি মানুষ



আমাদের এই বাংলাদেশের মানুষের এখন খারাপ সময় যাচ্ছে। চট্টগ্রামে শতাধিক নিরপরাধ মানুষের মৃত্যুর ঘটনায় আমরা বিলাপ করছি। আমাদের কারো মন ভালো নেই। ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি একটু অন্য বিষয়ে যাবো। আমরা প্রত্যেকই মানুষ।

আমি আলিম, আপনি সালিম, আমরা কিন্তু সবাই নিজেদের নিয়ে ভাবি, চিন্তা করি। কিন্তু আমার পাশের বাড়িতে যারা থাকে, সেই বাড়ির একটি ছেলে বা একটি মেয়ে হয়তো কোনো সামাজিক্ সমস্যায় পড়েছে, সেই সমস্যাটি নিয়ে ভাবার সময় আমার নেই। কারণ আমরা ব্যক্তি মানুষ। ব্যক্তির চিন্তা করি। করিম ভাই সংগঠন করেন, রাজনীতি করেন।

তিনি নিজের চিন্তা করেন। আশপাশে যারা আছেন, তাদের চিন্তাও করেন। যেহেতু তিনি অনেক মানুষ নিয়ে তার কায় কারবার, তাই অনেককে নিয়ে তার চিন্তা করতে হয়। সবাই করিম ভাই নন। কিন্তু যারা করিম ভাই নন, তাদের মধ্যেও পরসেবা করার উপলব্ধি থাকে।

হয়তো তারা করেন না। মর্মপীড়ায় ভোগেন। অনেকে আছে তাও ভোগেন না। তাদের কথা আলাদা। তার জন্য রাজনীতিকে দোষ দেওয়া কেন।

আমি যেটা বলতে চাই, রাজনীতিহীন মানুষ পরিনত হয় ব্যক্তি মানুষে। এরা বড় স্বার্থপর। নিজের স্বার্থের বাইরে তারা কিছুই চিন্তা করতে পারে না। আমাদের মধ্যবিত্ত সমাজ কিন্তু স্বার্থপর। সমাজে যখন ব্যক্তি মানুষের সংখ্যা বেড়ে যায়, তখন ভালো কিছুর জন্য আন্দোলন হয় না।

মানুষ পথে নামতে ভয় পায়। ফিরে যাই বন্দরনগরীর দিকে। আমরা অনেক বেশি ব্যক্তিমানুষ বলেই চট্টগ্রামের বিপন্ন মানুষের পাশে দাড়াচ্ছি না। আগে তো এ রকম হয় নি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.